News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

কুফরী মতবাদ নিয়ে বেঁচে থাকতে চাই না: আব্দুল আউয়াল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৭:১১ পিএম কুফরী মতবাদ নিয়ে বেঁচে থাকতে চাই না: আব্দুল আউয়াল

হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি রেলকলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আব্দুল আউয়াল বলেছেন, হেফাজত ইসলাম যে জন্য প্রতিষ্ঠা হয়েছিলো আল্লামা আহমদ শফী বাতিলের মোকাবেলা করার একটা সক্রিয় দল থাকা দরকার। এজন্য হেফাজত ইসলাম নামে প্রতিষ্ঠা হয়েছে। 

শুক্রবার ২৫ এপ্রিল জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন। আব্দুল আউয়াল বলেন, এদেশের জনগণ হেফাজত ইসলামকে ভালোবাসে। তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে শাহাদাত বরণ করেছে। আগামী ৩ তারিখে মহাসমাবেশ ডাকা হয়েছে। আমরা চেষ্টা করবো ইমানী বলে বলীয়ান হয়ে উপস্থিত থাকার জন্য। কাজ করতে করতে পায়ের নিচে মাটি সড়ে যাচ্ছে। এজন্য ঈমান নিয়ে বাঁচতে হবে। 

আগামী ৩ মে ঢাকার সমাবেশে যাওয়া প্রসঙ্গে আব্দুল আউয়াল বলেন, ক্ষমতায় যারা আসুক মুসলমানকে ঈমানের বলে বলীয়ান হয়ে তেজস্বী ভূমিকা পালন করে বেঁচে থাকতে হবে। আগামী ৩ মে ডিআইটি চত্বরে সকাল ৭ টা বাজে উপস্থিত হবো। আরেকটা জায়গা হচ্ছে বাগে জান্নাত মসজিদের সামনে। সেখানে সেদিক এলাকার লোকজন যাবেন। এখন থেকেই আমরা প্রস্তুতি নিতে থাকবো। 

আব্দুল আউয়াল বলেন, আল্লাহর জমিনে বেঁচে থাকবো কুরআন নিয়ে বেঁচে থাকবো। কুফরী মতবাদকে নিয়ে বেঁচে থাকতে চাই না। যারা আমাদের উপড় এভাবে প্রভাব কাটাবে আমরা বেঁচে থাকবো নতুবা শহীদ হবো। তবুও আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের বিরোধী আইন পাশ হতে দিবো না। 

Islam's Group