খানপুর ৩০০ শয্যা হাসপাতালের রোগীদের সেবা প্রদানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। শনিবার ২৬ এপ্রিল সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সরেজমিনে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হুইল চেয়ার গুলো হস্তান্তর করেন। এছাড়াও জেলা প্রশাসন থেকে গ্রিণ এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় হাসপাতালে ১ হাজার গাছের চারা রোপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় গণমাধ্যমকে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, এটি নারায়ণগঞ্জের একটি পুরাতন হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়ে ছিলো তাদের হুইল চেয়ার গুলো অকেজো হয়ে গিয়েছে। তারা আমাদের কাছে কিছু হুইল চেয়ার দাবি করেছিলো রোগীদের সেবার প্রদানের উদ্দেশ্যে। সেজন্য আমরা ৫টি হুইল চেয়ার প্রদান করেছি। যদি আরো প্রয়োজন হয় আমরা আরো হুইল চেয়ার প্রদান করবো।
এছাড়াও আমরা গ্রিণ এন্ড ক্লিন কর্মসূচির আওতায় আমরা ১ হাজার বৃক্ষ এই হাসপাতালে রোপন করবো। হাসপাতালের ওয়েস্ট ম্যানেজম্যান্টের সমস্যা সমাধানে আমরা উদ্যোগ নিবো।
হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত কয়েকটি সভায় বিভিন্ন ধরনের অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা হাসপাতাল ভিজিট করে ভর্তি রোগীদের সাথে কথা বলেছি। পাশাপাশি সেবাপ্রার্থীদের সাথেও কথা বলেছি। তারা সন্তোষ প্রকাশ করেছে। আশা করি হাসপাতালের ডাক্তাররা সেবা নিশ্চিত করবে এবং এলাকাবাসীর কাছ থেকে যেন আমরা শুনতে পাই তারা হাসপাতালে গিয়ে সঠিক সেবা পেয়েছে তাহলেই আমাদের সফলতা আসবে।
হাসপাতালে মাদকাসক্ত ও দালালদের দৌরাত্ম সম্পর্কে তিনি বলেন, আমরা এমন অভিযোগ পেয়েছি। আজকে থেকেই আমাদের ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে। ইতোমধ্যে দুইজন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে দালালদের অভিযান অব্যাহত থাকবে।
ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা হাসপাতালে আসেন তারা অত্যন্ত দরিদ্র, একদম নিরুপায় হয়ে তারা সরকারি হাসপাতালে আসনে। ডাক্তারদের কাছে আমার অনুরোধ থাকবে যাতে করে ডাক্তারদের যেন রোগীদের সঠিক সেবাটা দেন।
হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল বাশার বলেন, আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে আমার তাদেরকে ধন্যবাদ জানাই। আগামীতে আমরা জেলা প্রশাসকের দিক নির্দেশনা নিয়ে হাসপাতালের সমস্যা সমাধান এবং পরিচালনার চেষ্টা করবো। আজকে আমাদের সমস্যা গুলো নিয়ে আলোচনা করবো। আশা করছি ভবিষ্যতে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসার মান আরো বৃদ্ধি পাবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত) মো. হারুন অর রশিদ, কনসালটেন্ট সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আপনার মতামত লিখুন :