স্টাফ রিপোর্টার : রোববার ২৭ এপ্রিল বেলা ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাগরিক জীবন নিরাপদ, স্বস্তিদায়ক ও উন্নত করার স্বার্থে জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জন বরাবর পৃথক দুটি স্মারকলিপি প্রদান করেছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সেক্রেটারি সুলতান মোহাম্মদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি শেখ হাসান আলী, অর্থ সম্পাদক ও প্রকাশনা সম্পাদক মুহা. ইসমাইল, প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান খান, শহর উত্তর শাখার সভাপতি কবির হোসেন, শহর দক্ষিণ শাখার সভাপতি শফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ।
জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে নারায়ণগঞ্জের জনগণ নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে চরম দুর্ভোগের মুখে রয়েছে। নাগরিক জীবনকে নিরাপদ, স্বস্তিদায়ক ও উন্নত করার স্বার্থে আমরা আপনির সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক নিম্নোক্ত সমস্যাসমূহের দ্রুত সমাধান কামনা করছি।
সমস্যা হিসেবে উল্লেখ করা হয়, বিশুদ্ধ পানির সংকট, চরম যানজট, চিকিৎসা সেবার সংকট, মশার ভয়াবহ উপদ্রব, জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থার দুর্দশা, রাস্তার করুণ অবস্থা, ছিনতাই ও চাঁদাবাজির বৃদ্ধির অভিযোগ এনে বিষয়গুলো দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
অন্যদিকে সিভিল সার্জনকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবার চরম সংকট পরিলক্ষিত হচ্ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালসমূহে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, ওষুধ এবং জরুরি চিকিৎসা সেবার অভাব লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে সাধারণ জনগণ, বিশেষ করে নিম্নআয়ের মানুষ চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।
বিশেষ করে, মাতৃসেবা, শিশু স্বাস্থ্য, এবং ডেঙ্গু, টাইফয়েড, ডায়রিয়াসহ মৌসুমি রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সেবা নিশ্চিত না হওয়ায় জনগণের মধ্যে হতাশা বৃদ্ধি পাচ্ছে, যা একটি উদ্বেগজনক অবস্থা সৃষ্টি করছে।
সেই সাথে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা, জরুরি চিকিৎসাসেবার সীমিত সুযোগ, স্বাস্থ্যকেন্দ্রসমূহের অবকাঠামো ও পরিবেশের অবনতি, স্বাস্থ্যসচেতনতা কার্যক্রমের ঘাটতি তুলে ধরে সমস্যা গুলোর দ্রুত সমাধান দাবি করেন।
আপনার মতামত লিখুন :