News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

হকার জুবায়ের হত্যা মামলার রায়ের অপেক্ষা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ১০:৩০ পিএম হকার জুবায়ের হত্যা মামলার রায়ের অপেক্ষা

নারায়ণগঞ্জের আলোচিত হকার জুবায়ের হত্যা মামলার রায়ের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। স্বজনদের দাবী একটাই যেন দ্রুত হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। সেই সাথে ঘোষণাকৃত রায় যেন দ্রুত কার্যকর করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বিচারকি কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এ রায়ের দিকে তাকিয়ে রয়েছেন জুবায়েরের স্বজনরা।

আলোচিত জুবায়ের হোসেন (১৮) হত্যা মামলায় আটজন আসামি। আসামিরা হলেন ইকবাল ওরফে ডাক্তার, হকার নেতা আসাদুল্লাহ, স্বপন, সায়মন, হাসান, সানি, রাসেল ও মহসিন।

জুবায়েরের মা মুক্তা বেগম বলেন, আমার দুই মেয়ে এক ছেলে ছিল। ছেলেটি মাদ্রাসায় পড়ত। সংসারের আর্থিক সহযোগিতার জন্য আমার একমাত্র ছেলে জুবায়েরকে ফুটপাতে জুতার দোকানে কাজে দেই। আমার সেই সন্তানকে যারা নির্মমভাবে পেটে ছুরিকাঘাত করে হাতের কব্জি কেটে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে- আমি তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। তাদের বিচার দেখে যেন কেউ আর কারো বুক খালি করতে না পারে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বলাকা পেট্রল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকারদের হাতে জুবায়ের ছুরিকাঘাতে খুন হন। নিহত জুবায়ের ফতুল্লার উত্তর মাসদাইরের আমজাদ হোসেনের পুত্র। এ ঘটনায় নিহত জুবায়েরের মা মুক্তা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

Islam's Group