News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

নিতাইগঞ্জে ৭৫০ টাকায় ঘুরে ট্রাকের চাকা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ১০:৩২ পিএম নিতাইগঞ্জে ৭৫০ টাকায় ঘুরে ট্রাকের চাকা

নারায়ণগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকা নিতাইগঞ্জ। চাল, ডাল, তেলসহ ভোগ্যপণ্যের পাইকারি বিক্রয় কেন্দ্র এটি। নৌপথ ও সড়ক পথে এখানকার পণ্য পরিবহন করে নিয়ে যায় ক্রেতারা। তাই অনেক আগে নিতাইগঞ্জ এলাকায় সড়কের পাশে গড়ে উঠে একটি অবৈধ ট্রাক স্ট্যান্ড। তখন থেকেই এই ট্রাক স্ট্যান্ডকে ঘিরে শুরু হয় রমরমা চাঁদাবাজি। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা, পুলিশসহ অনেকেই এই চাঁদার ভাগ পায়। তাই ব্যবসায়ী ও পরিবহন চালকদের আপত্তি থাকলেও যুগযুগ ধরে নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ডে চলছে কোটি কোটি টাকার চাঁদাবাজি। গত ৫ আগষ্ট আওয়ামীলীগ পতন হলে কয়েক মাস বন্ধ ছিলো নিতাইগঞ্জের চাঁদাবাজি। তবে অভিযোগ উঠছে, একটি শ্রমিক সংগঠনের নামে আবারো সেই চাঁদাবাজি শুরু হয়েছে।

বর্তমানে নিতাইগঞ্জ থেকে পন্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া ট্রাকগুলো থেকে ৭৫০ থেকে ৮০০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। কেউ টাকা না দিলে ট্রাকের চাকাও ঘুরছেনা বলে জানিয়েছেন শ্রমিকেরা।

তারা জানান, শহরের কয়েকজন বিএনপি ক্যাডারদের উপর ভর করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামীরা আবারো চাঁদাবাজি শুরু হয়েছে।

এদিকে গত রমজান মাস থেকে দিনে ও রাতে দুই বেলা পণ্যবোঝাই প্রতিটি ট্রাক থেকে ইউনিয়ন ট্রান্সপোর্ট এজেন্সির ভাউচার দিয়ে ৭৫০ থেকে ৮৫০ টাকা করে চাঁদা উত্তোলন করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাক চালক বলেন, আগে আজমেরী ওসমানের লোকজন চাঁদাবাজি করতো। এখন করে বিএনপির লোকজন। আজমেরীর লোকজন যেই সংগঠনের নামে চাঁদা তুলছে এখন সেই সংগঠনের নামেই চাঁদা উঠে। কিন্তু এতো বছর আমাদের দেয়ার চাঁদার টাকা কই গেছে কেউ জানেনা। তবে আমরা জানি, আমাদের টাকা খায় নেতারা। তাগো তো চলতে হবে। তারা তো কাম করেনা, তাই আমাদের পরিশ্রমের টাকা নিয়া চলে। 

Islam's Group