News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বায়তুল আমানের পর ভাঙা হলো দোকান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ১০:৫০ পিএম বায়তুল আমানের পর ভাঙা হলো দোকান

চাষাঢ়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য খান সাহেব ওসমান আলীর বাড়ি বায়তুল আমান ভেঙে দেয়া হয়েছে বহুদিন আগে। স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতে বিক্ষুব্ধ জনতা বাড়িটি ভেঙে দেয়। এখন সেই জায়গায় খান সাহেব ওসমান আলীর এক নাতি অস্থায়ী দোকান তৈরি করলে সেটিও ভেঙে দেওয়া হয়েছে।

জানা গেছে, বায়তুল আমান ভেঙে দেওয়ার এখন সেই জায়গায় শুধু ইট-পাথরের ধ্বংস্তুূপ পড়ে আছে। সেখানেই খান সাহেব ওসমান আলীর নাতি শাহেদ ওসমান একটি অস্থায়ী দোকান তৈরি করতে চেয়েছিলো। গত ২২ এপ্রিল রাতে দুর্বৃত্তরা এসে সেই দোকান ভেঙে শহরের মিশনপাড়া এলাকার দিকে চলে যায়।

শাহেদ ওসমান বলেন, আমি বায়তুল আমানে থাকতাম। বাড়ি ভেঙে দেয়ার পর আমি চেষ্টা করেছিলাম একটা দোকান বসানোর। কিন্তু সেটাও পারছিনা। বারবার আমার দোকানটি ভেঙে ফেলা হচ্ছে। আমরা কি এখন কিছু করে খেতে পারবোনা। এটা কি হয়? আমরা তো কোনো দোষ করিনি। আমরা দলও করিনি। আমাদের বাড়ি ভেঙে এখন জমিও ব্যবহার করতে দিচ্ছেনা। এমন হলে আমরা কোথায় যাবো। এই শহরে কি কেউ নেই, যারা আমাদের সহযোগিতা করবে?

খান সাহেব ওসমান আলীর পুত্রবধূ ডেইজি সারোয়ার এ বিষয়ে বলেন, আমাদের সন্তানেরা যে এখন কিছু করে সংসার চালাবে তাও করতে দেয়া হচ্ছেনা। কেন, আমাদের অপরাধটা কি? আমরা কি কারো জমি দখল করেছি, নাকি কাউকে মারধর করেছি? বাড়িঘর ভেঙে তো গৃহহীন করে দিয়েছে। এখন একটা ব্যবসা করে যে আমাদের পরিবারের সদস্যরা খাবে তাও করতে দিচ্ছেনা।

চাষাঢ়ার বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, গত ৭ ফেব্রæয়ারী আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের দাদা বাড়ি তথা বায়তুল আমান ভেঙে ফেলা হয়। এই বাড়িতে যারা বসবাস করেন তাদের সবাই শামীম ওসমানদের মতো কোটি কোটি টাকার মালিক নন। তাই তাদেরমধ্যে একজন শাহেদ ওসমান চেয়েছিলেন একটি দোকান নির্মাণ করে সেখানে একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান করতে। কিন্তু বায়তুল আমান ভবন ভেঙে ফেলার পর ভবনের জমি দখলের জন্য একটি চক্র মরিয়া হয়ে উঠে। তারাই মূলত খান সাহেব ওসমান আলীর পরিবারের লোকজনকে নানা ভাবে হয়রানী করছে বলে জানা গেছে।

Islam's Group