মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ১নং বাবুরাইলে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ১নং বাবুরাইল খেলার মাঠে এলাকাবাসীর আয়োজনে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা।
তিনি বলেন, সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে। একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং প্রত্যেক পরিবার, সমাজ এবং এলাকায়বাসীকে একাজে এগিয়ে আসতে হবে।মাদক ব্যবসায়ী ও কিশোরগ্যাং সন্ত্রাসী মুক্ত সমাজ গড়াতে কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন মাইকের সাহায্যে জানিয়ে দিতে হবে রাত ১০টার পর থেকে বাবুরাইল খেলার মাঠে কেউ অবস্থান করতে পারবেনা।
এলাকা ও মাঠের বিভিন্ন স্থানে চিহ্নিত মাদক ব্যবসায়ীদে ছবিসহ ব্যানার টানানো হবে যেসব স্থানে অন্ধকার সেখানে লাইটের ও দুইটি হ্যান্ড মাইকের ব্যবস্থা করে দিবেন আফসানা আফরোজ বিভা।
শুক্রবার বাবুরাইল মাঠে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ এবং মিছিল করার সিদ্ধান্ত নেন উপস্থিত এলাকাবাসী।
মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, সালে মোঃ মুসা, শাহ নেওয়াজ শাহীন, মোসলে উদ্দিন সরদার, নাসির মিয়া, শওকত বেপারী, নাদিম মিয়া, জোবায়ের হাসান, সেন্টু সরদার, লিখন সরদার, মাহবুব, তুহিন,রিমন রনি, সজিব, স্বপন, সিদ্দিক, বিটন, খোকন, মিঠুন শিমুল, সাজ্জাদ, শুভ, গোলাম কাদির, আদনান।
আপনার মতামত লিখুন :