নারায়ণগঞ্জ হাইস্কুল সতীর্থ ’৭০ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে এমডি স্কয়ার ভবনের চতুর্থ তলায় অবস্থিত ক্রাউন রেস্টুরেন্টে শনিবার ২২ মার্চ আনন্দঘন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সত্তরোর্ধ্ব সতীর্থদের অংশগ্রহণে গোটা অনুষ্ঠানটি নিমিষেই স্মৃতিচারণের পাঠশালায় পরিণত হয়ে যায়। সবার চোখেমুখেই দোল খেতে থাকে স্কুলজীবনের নানা স্মৃতিময় ঘটনা।
অনুষ্ঠানে অংশ নেন, সংগঠনের সভাপতি মো. দুলাল মোল্লা, সাধারণ সম্পাদক অশোক কুমার কর্মকার এবং রুহুল আলম দম্পতিসহ ইউসুফ আলী এটম, মমতাজুল হক বাবুল, ডা. মো. শাহজাহান, হারুন অর রশিদ বাবুল, আনোয়ার হোসেন, কামরুজ্জামান কামাল, আব্দুস সাত্তার, মোহাম্মদ হোসেন, মির্জা জসীমউদ্দিন, বোরহানউদ্দিন, সুশীল কুমার দত্ত প্রমুখ।
ইফতারের পূর্বক্ষণে প্রয়াত সতীর্থদের আত্মার শান্তি এবং জীবিতদের সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করে মোনাজাত পরিচালনা করেন ডা. মো. শাহজাহান। ইফতার ও মাগরেবের নামাজ শেষে চলতে থাকে টুকটাক কথাবার্তা। আর এ ফাঁকে সতীর্থদের ডিনারের প্যাকেট সাজাতে রেস্টুরেন্টের হেঁশেলে ব্যস্ত সময় পার করেন ইঞ্জিনিয়ার রুহুল আলম ও তার স্ত্রী। ছেলেমেয়ের নাতি-নাত্নীদের দুষ্টুমির কথা বলতে বলতেই সতীর্থদের কারো কারো মুখে হঠাৎ করেই বিষাদের সুর নেমে আসে ‘দোস্ত কোনদিন মইরা যাই, মাফ কইরা দিস।’ এভাবেই যবনিকা ঘটে অনুষ্ঠানের। আগামীতে এ ধরণের অনুষ্ঠানে এবারের অংশগ্রহণকারী কতোজন আসতে পারবেন-একথা ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে লিফটের বন্ধ দরোজার কাছে এসে নিচে নামার বাটনে টিপ দেন। সতীর্থ ’৭০ এর অনেকেই বয়সের ভারে ন্যুব্জ, অনেকেই অসুস্থ, আবার কেউ কেউ শয্যাশায়ী।
আপনার মতামত লিখুন :