নারায়ণগঞ্জে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্ট’স ক্লাব অফ নারায়ণগঞ্জ লিমিটেড (ডুয়েস ক্লাব)’ এর উদ্যোগে গত শনিবার ২২ মার্চ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ক্রাউন বাফেট রেস্টুরেন্টে।
ইফতার মাহফিল দেখভালের জন্য আসাদুজ্জামান সুজনকে আহবায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটির তত্বাবধানেই ইফতার মাহফিল সম্পন্ন করা হয়। তবে অনুষ্ঠানের জন্য বাফেট রেস্টুরেন্ট নির্ধারণকে বেশিরভাগ সদস্যই নেতিবাচক চোখে দেখেছেন। তাদের মতে, ইফতারের জন্য বুফে সিস্টেম অপচয়ের শামিল। এছাড়া জায়গার স্বল্পতাও গোটা অনুষ্ঠানের সৌন্দর্য ম্লান করেছে। শুধু খাওয়ার জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হাস্যকর। এ ছাড়া ইফতার মাহফিলে কিসের কেক কাটা হলো, তাও বেশীরভাগ সদস্যেরই অজানা। মোটকথা, গোটা অনুষ্ঠানটিই ছিলো এলোমেলো। ভবিষ্যতে আয়োজকদেরকে এসব বিষয় মাথায় রেখেই এগুতে হবে বলে মনে করেন তারা।
ক্লাবের বর্তমান সভাপতি খাজা আজিজুল হক টুলু এবং সাধারণ সম্পাদক ফরিদ আহমদ খান যথেষ্ট আন্তরিকতার সাথেই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান তদারকির পাশাপাশি সংগঠনকেও সময় দিয়ে সচল রাখার প্রয়াস নিশ্চয়ই প্রশংসার দাবিদার।
আপনার মতামত লিখুন :