অনলাইন নিউজ পোর্টাল যুগের নারায়ণগঞ্জ ডটকম- এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় কেক কাটা, আলোচনা সভার মাধ্যমে পোর্টালটির মঙ্গল কামনা করা হয়।
২৬ (মার্চ) বুধবার বিকেলে ফতুল্লা প্রেসক্লাবের হল রুমে আনন্দ ঘন পরিবেশে কেক কেটে ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় এ প্রতিষ্ঠাবার্ষিকী।
যুগের নারায়ণগঞ্জ ডট কম- এর প্রকাশক আলমগীর কবীরের সভাপতিত্বে এবং যুগের নারায়ণগঞ্জ ডট কম-এর সম্পাদক রনি কুমার দাস-এর শুভেচ্ছান্তে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ন-সম্পাদক রুহুল আমিন সিকদার| প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবির প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন সিকদার অনলাইন নিউজ যুগের নারায়ণগঞ্জ ডটকম- এর গঠনমূলক সংবাদ পরিবেশনার প্রশংসা করেন এবং অনলাইনটির সমৃদ্ধি কামনা করে বলেন. গণমাধ্যম হিসেবে যুগের নারায়ণগঞ্জ অল্প দিনেই সমাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
এছাড়াও সামনের দিনগুলোতে অনলাইন নিউজ পোর্টাল যুগের নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জবাসীর জন্য ভালো কিছু করবে, সেই আশা ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান, যায়যায়দিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, দপ্তর সম্পাদক মোস্তাক আহাম্মেদ সুমন, কার্যকরী সদস্য মোঃ সেলিম, উজ্জীবিত বাংলাদেশের ফটো সাংবাদিক মোঃ হাবিব।
অনুষ্টানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মনির হোসেন।
আপনার মতামত লিখুন :