News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ফ্রন্টের উদ্যোগে লাঙ্গলবন্দে নিহত ১০জনের স্মরণে বৃক্ষ রোপণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৯:৩৮ পিএম ফ্রন্টের উদ্যোগে লাঙ্গলবন্দে নিহত ১০জনের স্মরণে বৃক্ষ রোপণ

আসছে ৪ ও ৫ এপ্রিল লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদে সনাতনীদের স্নান উৎসব। স্নান উৎসবকে সামনে রেখে তীর্থস্থান জুড়ে শুরু হয়েছে সেবাক্যাম্প গুলোর প্রস্তুতি। আগত পূণ্যার্থীদের জন্য সব ধরনের সেবা দিতে নারায়ণগঞ্জ জেলা ও বন্দর উপজেলা প্রশাসনসহ কাজ করছে সনাতনী সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। ২০১৫ সালের ২৭ মার্চ লাঙ্গলবন্দ স্নান উৎসবে এসে পদদলিত হয়ে ১০ পূণ্যার্থীর মৃত্যু হয়। ১০ পূণ্যার্থীর মৃত্যুতে তাদেরই স্মরণে গতকাল ২৭শে মার্চ বৃহস্পতিবার স্নান উৎসব উদযাপন ফ্রন্টের নেতৃত্বে বিকেল থেকে তীর্থস্থান এলাকার বিভিন্ন স্থানে ১০টি ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ হয়। পরে নিহত ১০ পূণ্যার্থীর বিদেহী আত্মার শান্তি কামনায় লাঙ্গলবন্দ প্রেমতলা স্বামী দ্বিগি¦জয় সাধুর আশ্রম প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন হয়। মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন ফ্রন্ট এ-র সাধারণ সম্পাদক জয় কে রায় চৌধুরী বাপ্পি পদদলিত হয়ে নিহত ১০ পূণ্যার্থীর নাম পাঠ করন এবং তিনি বলেন, আশাকরি আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষ এ-ই লাঙ্গলবন্দ তীর্থস্থানটির জন্য একসাথে কাজ করব। আমি কখনওই বিভেদের পক্ষপাতিত্ব নই। যদি কোন প্রতিবাদ হয়ে থাকে তবে সেটা অন্যায়ের বিরুদ্ধে। প্রতিবাদ থাকলেই সমাজে নতুন আশা জন্ম নেয় সংস্কার হয় উন্নয়নও হয়। নতুন প্রজন্মকে সমাজে কাজ করার সুযোগ করে দিতে হবে। যুব সমাজের এই মহৎ আশা আকাঙ্খা কে নিরাশ করা যাবে না। ২০১৫ সালে স্নান উৎসবে পদদলিত হয়ে নিহত ১০ পূণ্যার্থীরা হলেন, পটুয়াখালী জেলার বাউফল থানার মৃত বিজেন্দ্র লাল সাহার স্ত্রী সূচিত্রা রানী সাহা (৭০), নোয়াখালী জেলার কবিরহাটের অনিল চন্দ্র নাগের স্ত্রী বানু মতি নাগ (৫০) ও তার ছেলে নিতাই চন্দ্র নাগ (৩০), ঢাকার ধানমণ্ডি এলাকার নিতাই চন্দ্র দাসের স্ত্রী ভগবতি দাস (৫০) ও তার মেয়ে রাহি দাস (২৮), কুমিল্লা জেলার চান্দিনা থানার রামচন্দ্রপুর গ্রামের কালিপদ নন্দির ছেলে রঞ্জিত চন্দ্র নন্দি (৫৫), গোপালগঞ্জ জেলার গোসালকান্দি গ্রামের নকুল চন্দ্র বিশ্বাস (৫৫), কুমিল্লা জেলার দাউদকান্দির নারায়ণ সাহার স্ত্রী কানন সাহা (৫০), কুমিল্লা জেলার মুরাদনগরের পরিমল সাহার স্ত্রী তুলশি দেবনাথ (৫২) এবং মানিকগঞ্জের বলাই চন্দ্র দাসের স্ত্রী মালতি দাস (৬০)।

প্রার্থনা সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রন্ট এ-র যুগ্ম সাধারণ সম্পাদক ও কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব সমীর সরকার, শংকর সাহা সাবেক সাধারণ সম্পাদক লাঙ্গলবন্দ স্নান উৎসব কমিটি, নয়ন সাহা যুগ্ম সাধারণ সম্পাদক হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি, পপি রানী সরকার সাধারণ সম্পাদক নারী সংহতি নারায়ণগঞ্জ জেলা, চন্দনা রানী দাস নারী বিষয়ক সহ সম্পাদক ফ্রন্ট কমিটি, নারায়ণগঞ্জ যুব মহাজোট এ-র সভাপতি কার্তিক ঘোষ, জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস ও মহানগরের সম্পাদক জনি ভৌমিক, এড. রণজিৎ চন্দ্র দে সভাপতি হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা, অভয় কুমার রায় প্রেসিডিয়াম মেম্বার কেন্দ্রীয় কমিটি হিন্দু মহাজোট, শিবু চন্দ্র দাস বন্দর বিএনপির নেতা, সুজন চন্দ্র দাস সাধারণ সম্পাদক ঐক্য পরিষদ বন্দর উপজেলা, নিতাই দত্ত সেবাক্যাম্প বারজিবির কোষাধ্যক্ষ,  রাহুল দাস রিপন অন্যতম সদস্য নারায়ণগঞ্জ ফ্রন্ট কমিটি, সুদীপ্ত দাস, সঞ্জিত কুমার, আশিষ কুমার সরকার প্রমুখ।

Islam's Group