News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

লাঙ্গলবন্দ স্নানোৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় ডিসি এসপিকে শুভেচ্ছা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৮:৩২ পিএম লাঙ্গলবন্দ স্নানোৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় ডিসি এসপিকে শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন মুছাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে সনাতনধর্মীদের মহাঅষ্টমী পূণ্য স্নানোৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে শুভেচ্ছা জানানো হয়েছে। 

মঙ্গলবার ৮ এপ্রিল দুপুরে লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন ফ্রন্টের উদ্যোগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় তাদের বনসাই গাছ ও হস্তশিল্পের চিত্র উপহার প্রদান করা হয়। 

শুভেচ্ছাকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের মনটাকে বড় করতে হবে। সবাই মিলে কাজের মাধ্যমে দেশের কল্যাণ বয়ে আনা সম্ভব। কিছু মানুষের জন্ম হয়েছে কাজ না করে পেছনে থেকে সমালোচনা করার। তারা তাদের কাজ করুক আমরা আমাদের কাজ করবো। যারা এ স্নানোৎসবের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে আমরা ভাবছি তাদেরকে সম্মাননা দিব। এখানে সকলেই পরিশ্রম করেছেন। 

স্নান কমিটির উপদেষ্টা ও মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন ফ্রন্টের প্রধান উপদেষ্টা ননী গোপাল সাহা বলেন, সনাতনী সমাজে শৃঙ্খলা ফেরাতে গঠনমূলক কাজ করতে হবে। ছোটবড় সবাইকে সম্মান দিয়ে চলতে হবে। যোগ্যতা অনুযায়ী দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তবেই সামাজিক সংগঠনের সুফল সমাজের মানুষ ভোগ করতে পারবে। 

স্নানোৎসব কমিটির উপদেষ্টা শংকর সাহা বলেন, নবীন প্রবীন মিলে সমাজের জন্য কাজ করলে সমাজ টা অনেক সুন্দর হবে। থাকবে না ভেদাভেদ বৈষম্য।


স্নান কমিটির উপদেষ্টা ও স্নানোৎসব উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জয় কে রায় চৌধুরী বাপ্পি বলেন, সমাজে কাজের প্রতিযোগিতা টা যেন সকলের অংশগ্রহণ মূলক হয় এবং ধর্মীয় প্রতিযোগিতা যেন না হয়। আমরা সামাজিক জীব এ সমাজকে সুন্দর করে রাখার দায়িত্ব আপনার আমার সকলের। ইতিহাস ঐতিহ্যের এই সম্প্রীতির বাংলাদেশের মান অক্ষুণ্ন রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব। 

স্নান কমিটির উপদেষ্টা ও জেলা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট রাজিব মন্ডল বলেন, আমরা মাঠে আছি সৃষ্টিকর্তা চাইলে আমরাই মাঠে থাকব। আমরা কাজ করে সততা দিয়ে সমাজে সামাজিক সংগঠনের গুরুত্ব প্রমাণ করে দিব। 

শুভেচ্ছা বিনিময়কালে লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন ফ্রন্ট নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, কল্যাণ ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক খোকন সাহা, স্নানোৎসব উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি ও জেলা হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রণজিৎ দে, স্নানোৎসব উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি ও হিন্দু মহাজোটের প্রেসিডিয়াম মেম্বার অভয় কুমার রায়, স্নানোৎসব উদযাপন ফ্রন্টের যুগ্ম সম্পাদক বিজয় দাস ক্যা, জনি ভৌমিক ও দপ্তর সম্পাদক রিপন দাসসহ প্রমুখ।

Islam's Group