News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রবিনটেক্সের শ্রমিকের মুক্তি ও গার্মেন্টস খুলে দেয়ার দাবি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৮:০৮ পিএম রবিনটেক্সের শ্রমিকের মুক্তি ও গার্মেন্টস খুলে দেয়ার দাবি

রূপগঞ্জের রবিনটেক্স গার্মেন্টসের শ্রমিকদের ইউনিয়নের সভাপতি সীমা আক্তারসহ গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং অবিলম্বে কারখানা খুলে দেওয়ার দাবিতে শনিবার ১২ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে কারখানা শ্রমিক নাঈম এর সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজাতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সভাপতি আনোয়ার খান প্রমুখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, রূপগঞ্জে অবস্থিত রবিনটেক্স গার্মেন্টসে কর্মরত শ্রমিকরা একটি ইউনিয়ন গঠন করে নিবন্ধনের জন্য আবেদন করে। কিন্ত কারখানা কর্তৃপক্ষ প্রভাব বিস্তার করে ইউনিয়নের নিবন্ধন কে বাধাগ্রস্থ করা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ কে চাকরিচ্যুত করার জন্য অব্যাহত ভাবে চেষ্টা করে যাচ্ছে। ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া চুড়ান্ত নিস্পন্ন হওয়ার আগে ইউনিয়ন নেতৃবৃন্দ কে চাকরিচ্যুত করা বেআইনি হওয়া সত্ত্বেও রবিনটেক্স কর্তৃপক্ষ বেশকিছুদিন পূর্বে ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাওহিদ কে শ্রম আইনের ২৬ ধারার অবৈধ্য প্রয়োগে জোর করে চাকরিচূত করে। কারখানা কর্তৃপক্ষের এই অন্যায়ের বিরুদ্ধে শ্রম অধিদপ্তরে অভিযোগ করা আছে। ইউনিয়ন নিবন্ধনের বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় কারখানা কর্তৃপক্ষ ইউনিয়ন কে দুর্বল এবং নেতৃত্ব শূণ্য করার পরিকল্পনা থেকে কিছুটা অধিকার সচেতন শ্রমিকদের কে নিয়মিত ভাবে ২৬ ধারার অযুহাতে চাকরিচ্যুত করতে থাকে, যা প্রমাণ করে যে কারখানা কর্তৃপক্ষ পরিকল্পিত ভাবে নিপিড়নমূলক অসৎ শ্রম আচরণের মাধ্যমে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।

১০ এপ্রিল থেকে ১৩(১) ধারার অপব্যাখ্যা করে আকস্মিকভাবে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা, ইউনিয়নের সভাপতি সীমা আক্তারসহ ইউনিয়ন নেতৃবৃন্দসহ অর্ধশতাধিক শ্রমিকের নাম উল্ল্যেখ করে এবং কয়েকশো অজ্ঞাত শ্রমিককে আসামী করে মিথ্যা মামলা দায়ের এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি সিমা আক্তারসহ ২২জন শ্রমিককে গ্রেপ্তার করানো কারখানা কর্তৃপক্ষের ইউনিয়ন দমনের চক্রান্তের অংশ। নেতৃবৃন্দ, শ্রমিকদের সংগঠিত হওয়া ও দরকষাকষির মৌলিক অধিকার কে হরণ করার হীন উদ্দেশ্যে রবিনটেক্স শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সদস্যদের উপর চালানো দমনমূলক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে রবিনটেক্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সিমা আক্তারসহ গ্রেপ্তারকৃত সকল শ্রমিকদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারখানা খুলে দিয়ে সকল শ্রমিককে কাজে জোগদানের সুযোগ দিতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার হরণের প্রচেষ্টা শোভন কাজের শর্ত এবং সংবিধান বিরোধী। প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির যারা কারখানা মালিকের দমন নীতি বাস্তবায়নে সহযোগিতা করছেন তা শান্তিপূর্ণ  শিল্প-সম্পর্ক বিকাশের নীতির পরিপন্থি এবং শোভন কাজের শর্ত ও সংবিধান লঙ্ঘন করছেন। শ্রমিকের স্বীকৃত অধিকার সম্পূর্ণ দমিয়ে রাখার এই চেষ্টা সফল হবেনা আর এই ধরনের কাজ অব্যাহত থাকলে তা সমগ্র শিল্পের জন্য বুমেরাং হয়ে উঠতে পারে।

Islam's Group