News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইসদাইরে উদ্দীপ্ত তরুণ সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ১১:০২ পিএম ইসদাইরে উদ্দীপ্ত তরুণ সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় উদ্দীপ্ত তরুণ সংঘের উদ্যোগে জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকাবাসীর সার্বিক সমস্যা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ সভাটি এলাকার সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়।

সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মোঃআউয়াল এবং ইসদাইর এলাকার গণ্যমান্য মুরুব্বিগণ। তাঁরা তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন এবং এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার কার্যকর সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মুরুব্বিগণ বলেন, “ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ যে সাহসী ও সময়োপযোগী উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এলাকাবাসীর কষ্ট লাঘবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকা দরকার।”

ইসদাই উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি মোঃমেহেরাব হোসেন অপু  জানান, তারা শুধু সমস্যা চিহ্নিত করেই থেমে থাকবে না, বরং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কার্যকর পরিবর্তনের দিকে এগিয়ে যাবে।

এ ধরনের উদ্যোগে যুব সমাজের অংশগ্রহণ এবং এলাকার প্রবীণদের পরামর্শ ভবিষ্যতের একটি সুন্দর, সচেতন এবং উন্নত ইসদাইর গড়ার পথকে আরও সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।

Islam's Group