গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি দুলাল সাহা ও সাধারণ সম্পাদক আ. সালাম বাবুল এক বিবৃতিতে শ্রমিক নেতা সেলিম মাহমুদের মামলা প্রত্যাহার ও তার মুক্তি চেয়েছেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সেলিম মাহমুদকে গত ১৫ এপ্রিল দিবাগত রাত ২টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় তার নিজ বাসা থেকে সেনাবাহিনি তুলে নিয়ে রূপগঞ্জ থানায় সোপর্দ করেছে। তিনি রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় অবস্থিত রবিনটেক্স লিমিটেড গার্মেন্টস কারখানার শ্রমিকদের ইউনিয়ন গঠন ও ইউনিয়ন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেছেন। নির্যাতিত শ্রমিকদের স্বার্থ রক্ষায় সকল আইনগত সহযোগিতা করেছেন।
রবিনটেক্স কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকারহরণ ও দমনপীড়ন করে আসছিল। মালিক কর্তৃপক্ষের এই শ্রমিক স্বার্থবিরোধী অবস্থান নিয়ে শ্রম আদালতে শ্রমিক ইউনিয়ন নিবন্ধনের মামলা চলমান আছে। শ্রম অধিদপ্তর ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ে অভিযোগ দায়ের করা আছে। শ্রমিকরা তার কোন প্রতিকার পায়নি। এই নিপীড়নের প্রতিকার পেতে শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। সেলিম মাহমুদ তাদের পক্ষে সহযোগিতা করেছে এই তার অপরাধ।
আমরা আশা করছি রবিনটেক্স মালিক কর্তৃপক্ষ এবং প্রশাসনের বোধোদয় হবে এবং অবিলম্বে সেলিম মাহমুদ, সীমাসহ রবিনটেক্সের গ্রেফতারকৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহর করবে। দমন-পীড়নের পথ পরিহার করে আলাপ-আলোচনার মাধ্যমে সৃষ্ট শিল্প অসন্তোষ নিরষণের উদ্যোগ নেবে।
আমরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যহার করে শ্রমিক নেতা সেলিম মাহমুদের মুক্তি দাবি করছি।
আপনার মতামত লিখুন :