১৭ বছর পর ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী সোনার বাংলা সংসদদের নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ায় সাধারণ ক্লাব সদস্য ও এলাকাবাসী মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলে একটি কুচক্রী মহল গত ১৭ বছর নির্বাচন ছাড়াই ক্লাবের কার্যক্রম পরিচালনা করেছে। সদস্যদের কাছে ক্লাবের কোন আয় ব্যায়ের হিসেব দেয়নি।
গত ৫ আগস্টের পরে ক্লাব সদস্য ও এলাকাবাসীর সমন্বয়ে ১২ সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করে ক্লাবে নির্বাচন করার উদ্দেশ্যে এই সার্চ কমিটির মাধ্যমে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।
শুক্রবার ১৮ এপ্রিল বাদ মাগরিব নির্বাচন কমিশনারদের সাথে ক্লাবের সাধারণ সদস্য সুশীল সমাজের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করে অতি দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা করে সুষ্ঠু একটি নির্বাচন দেওয়া হবে। এসময় নির্বাচন কমিশনের মাসুদ হাসান শাহীন ও আরিফুল ইসলাম সজিব উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এনায়েত নগর ইউনিয়নের ধর্মগঞ্জ গ্রামে ১৯৬৯ সালে সোনার বাংলা সংসদ নামে একটি ক্লাব প্রতিষ্ঠিত হয়। রেজিস্ট্রেশন নং- ঢ০১৩১০ । এ সংগঠনটি নারায়ণগঞ্জ জেলার মধ্যে অন্যতম প্রাচীন ক্লাব। এ ক্লাবকে ঘিরেই এলাকার যাবতীয় সামাজিক কার্যক্রম সম্পাদিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সোনার বাংলা সংসদ খেলাধুলায় ব্যাপক খ্যাতি অর্জন করেছে । জন্মলগ্ন থেকেই ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর ক্লাবের সদস্যদের নিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে । কিন্তু অত্যন্ত পরি তাপের বিষয় গত ১৭ বছর যাবত এই ক্লাবে কোন নির্বাচন অনুষ্ঠিত হয় নাই এবং ক্লাবের কোন আয় ব্যয়ের হিসাব সম্পর্কে কোন তথ্য সাধারণ সদস্যদের অবহিত করা হয়নি। যার কারণে এলাকার শিক্ষিত মার্জিত এবং তরুণ প্রজন্মের উদীয়মান সদস্যরা ক্লাব বিমুখ হয়ে পড়ে ।
গত ৫ আগস্ট পরবর্তীতে ক্লাবের এই দৈন দশা থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে ১২ সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠিত হয় এবং নতুন করে ক্লাবে নির্বাচন দেওয়ার উদ্দেশ্যে এই সার্চ কমিটির মাধ্যমে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠিত হয়। এরি ধারাবাহিকতায় ক্লাবের সদস্যদের কাছ থেকে নবায়ন কি বাবদ চাঁদা গ্রহণ করা হচ্ছে। এই খবরে এলাকার শিক্ষিত, ভদ্র ও উদীয়মান তরুণ সমাজের মধ্যে ক্লাবের দায়িত্ব নেওয়ার মানসিকতা তৈরি হয়। যার ফলশ্রুতিতে ক্লাবের সর্বস্তরের সদস্যদের নিয়ে নির্বাচনী প্যানেল গঠিত হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় একটি চক্র ক্লাবের এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার সর্বাত্মক চেষ্টা করছে।
ক্লাবের সাধারন সদস্যরা জানিয়েছেন, সার্বিক এ পরিস্থিতি নিয়ে দ্রুত একটি নির্বাচনী তফসিল ঘোষণার জন্য এলাকার সুশীল সমাজ এবং ক্লাবের ভোটাররা সাথে নির্বাচন কমিশনারদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে অতি দ্রুত একটি নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে এবং যাবতীয় নিরাপত্তা প্রদানের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন।
আপনার মতামত লিখুন :