বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৭ পর্ষদের নির্বাচনে দুটি গ্রুপে ২১ পদের বিপরীতে ২৪জন প্রার্থী তাদের পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শনিবার ২৬ এপ্রিল দুপুরে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
নির্বাচনে সংগঠনটির বর্তমান সভাপতি এম সোলায়মানের নেতৃত্বে ১৫জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ১৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে এসোসিয়েট গ্রুপে মাহফুজুর রহমানের নেতৃত্বে ৬জন প্রার্থী এবং স্বতন্ত্র হিসেবে আরো দুজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফলে নির্বাচনে মোট ২১টি পদের বিপরীতে ২৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেনারেল গ্রুপের প্রার্থীরা হলেন এম সোলায়মান, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জিত রায়, মো. মজিবুর রহমান, তাজুল ইসলাম টুটুল, সিরাজুল হক হাওলাদার সিরাজ, মো. আকবর হোসেন, মো. আকরাম, গৌতম সাহা, মো. তাইজ উদ্দিন আহমেদ, মো. জোবায়ের আলম ঝলক, মো. সাইদুর রহমান, আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম জোসেফ, মো. মাহমুদুল হোসেন লিংকন খান, ও মো. বিল্লাল হোসেন।
এসোসিয়েট গ্রুপের প্রার্থীরা হলেন মোহাম্মদ মুসা, মো. মজিবুর রহমান, মো. মাহফুজুর রহমান খান মাহফুজ, মো. জাহিদ হোসেন, জীবন সাহা, মো. ফয়সাল আহম্মদ দোলন, মো. কামরুল হাসান ও মো. খায়রুল কবীর মনোনয়নপত্র সংগ্রহ করেন। সাধারণ গ্রুপ থেকে ১৫ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন ইসি সদস্য নির্বাচিত হবেন।
উল্লেখ্য যে, আগামী ৩ মে, ২০২৫ তারিখে নির্বাচন বোর্ড কর্তৃক মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী বিভিন্ন কার্যক্রম সম্পাদনের পর আগামী ১০ মে, বৈধ প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী আগামী ২৪ মে, ২০২৫ তারিখে কার্যকরী পরিষদ নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হবে। সাধারণ গ্রুপ থেকে ৭২১ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ১৬২ জন ভোটার ভোট প্রদান করবেন।
নির্বাচন বোর্ডের দায়িত্বে আছেন প্রবীর কুমার সাহা- চেয়ারম্যান, মো. হাবিব ইব্রাহিম- সদস্য এবং ব্যারিস্টার মেহেদী হাসান (ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ) সদস্য। নির্বাচন আপিল বোর্ডের দায়িত্বে আছেন, মুহাম্মদ আইউব- চেয়ারম্যান, মো. নিছারউদ্দিন কামাল সদস্য এবং মো. মকবুল হোসেন সদস্য।
আপনার মতামত লিখুন :