বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আজগর ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ ফেব্রুয়ারি রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে বন্দর থানার মদনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলী আজগর ভুঁইয়া মদনপুর বড় সাহেব বাড়ি এলাকার মৃত জসিমউদ্দিন ভুঁইয়ার ছেলে। আলী আজগর ভুঁইয়া বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। বিগত ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালানোসহ বিভিন্ন ঘটনার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তারিকুল ইসলাম জানান, আলী আজগর ভুঁইয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :