ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আজমির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মো. আব্দুল্লাহ আল-মাসুমের নিকট ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এর আগে আরিফুল ইসলাম ওরফে আরিফ নামের অপর এক আসামী সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।
উল্লেখ্য যে ৭ ফেব্রুয়ারি ভোর রাত ৫ টার দিকে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসাইন কে পূর্ব লালপুর রেলাইনস্থ নিজ বাসা থেকে ডেকে নিয়ে গুলি হত্যা করে। ঘটনার একদিন পর নিহতের স্ত্রী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ৮-১০ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে আরিফুল ওরফে আরিফ কে গ্রেফতার করে। পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে পুলিশ ফতুল্লা লালখা থেকে আজমির কে ও গাজিপুর থেকে আরছ ওরফে আরব আলীকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। আদালত আরছ ওরফে আরব আলীর তিন দিনের এবং আজমির কে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। দুই দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে আজমির।
আপনার মতামত লিখুন :