News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

কষ্ট লাগে ছেলেদের মাদ্রাসায় পড়াতে পারিনি : মুকুল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১০:৫৯ পিএম কষ্ট লাগে ছেলেদের মাদ্রাসায় পড়াতে পারিনি : মুকুল

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল বলেছেন, আমার মাঝে মাঝে অনেক কষ্ট লাগে। কারণ আমি আমার ছেলেদের মাদ্রাসায় লেখাপড়া করাতে পারিনি। তবে বিভিন্ন সময় মাদ্রাসায় গিয়ে যখন ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করতে দেখি তখন খুব ভালো লাগে। মাদ্রাসার শিক্ষার্থীরাই পরিশ্রম করে কোরআন শিখে পরবত আল্লাহর বার্তা সবার মাঝে ছড়িয়ে দেয়।

১৯ ফেব্রুয়ারী বুধবার দুপুরে বন্দরের ধামগড় ৪ নং ওয়ার্ডে অবস্থিত নুরুন আলানুর এছাহাকিয় হোসনিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ক্রীড়া সাংষ্কৃতিক অনুষ্ঠান ও পুরোষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন আতাউর রহমান মুকুল।

তিনি আরো বলেন, আপনারা যারা এখানে অভিভাবকগণ উপস্থিত আছেন অবশ্যই বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। তারা কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মিশছে সব দেখতে হবে। ঠিকমতো লেখাপড়া করছে কিনা তাও দেখতে হবে। আমি আমাদের ছেলেদের প্রতি খেয়াল রাখতে পারিনি। কারণ সারাক্ষণ রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলাম। তবে আমার স্ত্রী সবাইকে কষ্ট করে মানুষ করেছে। আমার এক ছেলে লন্ডনে কিছুদিন আগে ব্যারিস্টার হয়েছে। বড় ছেলে অস্ট্রেলিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ছে। আরো দুই ছেলে আছে তারাও দেশে লেখাপড়া করছেন। আমি চাই এই মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীরা একদিন অনেক বড় হবে। এবং সবচেয়ে বড় কথা সৎ মানুষ হবে।

ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক এডিশনাল পিপি ও মহানগর বিএনপি নেতা এডভোকেট বিল্লাল হোসেন প্রমুখ।

 

 

 

Islam's Group