নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পিরোজপুর ইউনিয়নের আষারিয়াচর ব্রীজের উপর মালবাহী লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে দুই বন্ধু ঢাকা থেকে কুমিল্লা কোতোয়ালি থানার টমসম ব্রিজ এলাকায় নিজ বাড়িতে যাওয়ার পথে ওই এলাকার জাকির হোসেনের ছেলে তানভির হাসান মজুমদার (২৫) ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। সাথে তার বন্ধু ফয়সাল মিয়া আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, দুই বন্ধু ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তানভির হাসান নামে একজনের মৃত্যু হয়। তারা দুজনই আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (অওটই) অনার্স'র ৫ম সেমিস্টারের ছাত্র। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :