News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আড়াইহাজারে ৩ বাড়িতে ডাকাতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৫:৩৫ পিএম আড়াইহাজারে ৩ বাড়িতে ডাকাতি

আড়াইহাজারে ৩ বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বৈইলারকান্দি গ্রামে বিএনপি নেতা আহসান হাবিব, ব্যবসায়ী আ. হেকিম ও মজিবুল্লাহ এর বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়। 

ডাকাতদল দেশিয় অস্ত্রসজ্জিত ১৮-২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

গৃহকর্তা আহসান হাবিব জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বৈইলারকান্দি এলাকায় তার  বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা একতলা ভবনের কেচি গেটের তালা ভেঙে প্রবেশ করে এবং ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। ডাকাতরা ভয়ভীতি দেখিয়ে নগদ ৪০  হাজার টাকা এবং  ৭/৮  ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এর পর ডাকাত দল ব্যবসায়ী আ. হেকিম ভুঁইয়া (৫৩)এর বাড়িতে ঢুকে নগদ ৪৫/৫০ হাজার টাকা ও ৪/৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। সব শেষ ডাকাতদল মজিবুল্লাহর বাড়িতে ঢুকে নগদ ১০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্নালংকার নিয়ে যায়।  ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। 

প্রসঙ্গত, এর আগে গত বুধবার  রাতে ৩ বাড়ি এবং শুক্রবার রাতে ১ বাড়িতে ডাকাতি হয়।

Islam's Group