বন্দর প্রতিনিধি : বন্দরে চালক ও হেলপারকে মারধর করে ট্রাকসহ কোটি টাকা মূল্যের কানেকন্টর ডাকাতি করে নিয়ে যাওয়ার মামলায় ডাকাত সরদার নূরে আলম ভাল্লুক (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত নূরে আলম ভাল্লুক বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের রামনগর এলাকার শামসুল হক ওরফে সামু ডাকাতের ছেলে। ধৃতকে উল্লেখিত মামলায় মঙ্গলবার ২৫ মার্চ দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত সোমবার ২৪ মার্চ দুপুরে বন্দর থানার রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ৯ জানুয়ারি ভোর রাতে মদনপুর-মদনগঞ্জ সড়কের বন্দরের তালতাল এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, ঢাকার আশুলিয়া কবিরপুর এলাকায় অবস্থিত গ্রীন ডাইনেস্টি লিমিটেড নামের তাদের এক ফ্যাক্টরি থেকে গত বুধবার রাতে ৪ লাখ ৭৫ হাজার পিছ কানেকন্টর নিয়ে একটি ট্রাক বন্দরের লক্ষণখোলা এলাকায় অবস্থিত ডিজেডিসি চায়না ব্যাটারি ফ্যাক্টরির উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে মদনপুর- মদনগঞ্জ সড়কের ইস্পাহানি তালতলা এলাকায় ট্রাকটি এলে ১২/১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ট্রাকের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে চালক হেলপারকে মারধর করে কানেকন্টর ভর্তি ট্রাক ছিনিয়ে নিয়ে যায়।
আপনার মতামত লিখুন :