News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বন্দরে জাকির খান সমর্থকদের ইফতার সামগ্রী বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৯:৩৯ পিএম বন্দরে জাকির খান সমর্থকদের ইফতার সামগ্রী বিতরণ

বন্দর হাফিজি বাগ এলাকায় জাকির খান সমর্থকগোষ্ঠীর উদ্যোগে ও শান্তর বন্ধু মহলের আয়োজনে দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন ও ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অসহায় অসচ্ছল দের মাঝে ঈদ সামগ্রী  বিতরণ করা হয়। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজাজ চৌধুরী সভাপতি সদর থানা গার্মেন্টস শ্রমিক দল মোহাম্মদ জুয়েল হোসেন জেলা কৃষক দল নেতা সনেট আহমেদ মহানগর যুবদল নেতা। 


উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসওয়াদ হোসেন খান ও মো. অর্নব খান মো. দাইয়ান সিদ্দিক নাফিউ। 

আল-আমিন খাঁন বলেন নারায়নগঞ্জের জনগণের কাছে অন্যায়ের বিরুদ্ধে অসহায়দের পক্ষে সাহসী প্রতিবাদের একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যারা নিজেদের কে নারায়নগঞ্জ মহানগর বিএনপির অন্যতম জনপ্রিয় নেতা জাকির খাঁনের অনুসারী হিসেবে দাবি করেন তারা অবশ্যই তাদের ভালো কাজের মাধ্যমে জনগনের কল্যাণ সাধনের চেষ্টা করতে হবে, যে কোন বিপদ আপদে অসহায় মানুষের সার্বিক সহযোগিতার জন্য ঝাপিয়ে পড়তে হবে। আর যারা আমাদের নেতা জাকির খাঁন ভাইজান এর নাম ভাঙ্গিয়ে সাধারণ জনগণের সাথে কোন রকম অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করার চেষ্টা করবেন তারা যেই পরিচয় বহন করুক না কেন তারা বিএনপি ও আমাদের নেতা জাকির খাঁনের শত্রু এবং আমাদেরও প্রধান শত্রু। এই ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করাই হবে আমাদের প্রধান কাজ। উক্ত অনুষ্ঠানে প্রায় কয়েক শতাধিক অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Islam's Group