News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বন্দরে রামনগরে ৫ জনক কুপিয়ে জখম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৯:৩১ পিএম বন্দরে রামনগরে ৫ জনক কুপিয়ে জখম

বন্দরে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে বালু ব্যবসায়ী ৩ ভাইসহ ৫ জনকে কুপিয়েছে প্রতিপক্ষ সফর ভুঁইয়া, জহিরুল, রশিদ, ইসহাক ও শফিকুলসহ তাদের সহযোগিরা। ২৮ মার্চ শুক্রবার বিকেলে থানার ২৬নং ওয়ার্ডের রামনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছেন ১নং ঢাকেশ্বরী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে আল আমিন(৩২), তার সৎ ভাই আনোয়ার হোসেন(৪২), মামুন(৪০) রামনগর এলাকার হোসেন মিয়ার ছেলে আল আমিন(৪০), ভাগিনা সজিব(২৫) ও জিসান(২০)। আহতদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আল আমিন বাদী হয়ে শুক্রবার রাতেই বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

অভিযোগে সফর ভুঁইয়া (৪৫), জহিরুল ইসলাম (৩২), রশিদ (৩৫), ইসহাক (৪০), শফিকুল ইসলাম (৩৫), মামুন (৩৩), সলিখ (৩০), সালাউদ্দিন (৪৭), রাসেল (৩৫), সহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

Islam's Group