শামসুজ্জোহা মুছাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০২৫ বিদায়ী শিক্ষার্থীদের এস.এস.সি পরীক্ষায় খাতায় ভাল উত্তর করার কৌশল বলে দিলেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
সোমবার ৭ এপ্রিল বেলা ১২টায় স্কুলের মাঠ প্রাঙ্গণে শামসুজ্জোহা মুছাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের তিনি এমন কৌশল অবলম্বন করার পরামর্শ দেন।
তিনি বলেন, তোমরা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র পাবে তখন সর্বপ্রথম তুমি যে প্রশ্নটি সব থেকে ভাল ভাবে উত্তর করতে পারবে সেই প্রশ্ন গুলোর উত্তর আগে লিখবে। হোক সেটা প্রশ্নপত্রের শেষ প্রশ্ন। এছাড়াও তোমরা তোমাদের পরীক্ষার নির্ধারিত সময়ের সাথে প্রশ্ন পত্রের সংখ্যা সময় হিসেবে নির্ধারণ করে নিবে যে একটি প্রশ্নের উত্তর লেখার জন্য তোমরা এমন সময় ব্যয় করবে। নৈবিত্তিক প্রশ্নের ক্ষেত্রের তোমরা একই কৌশল অবলম্বন করবে। প্রশ্ন পাওয়ার পর প্রথমে সব গুলো প্রশ্ন পড়বে। সেসব প্রশ্নের উত্তর তোমরা শতভাগ নিশ্চিত সেই সকল প্রশ্ন গুলো আগে ফিলাপ করবে। এরপর যেগুলো ফিফটি ফিফটি নিশ্চিত সেগুলো চিন্তাভাবনা করে ফিলাপ করবে।
তিনি আরো বলেন, পরীক্ষায় খাতায় তোমরা এটা কেন করবে। কারণ পরীক্ষার খাতা গুলো যে সকল শিক্ষকরা দেখবে। এসময় উনারা যদি দেখেন শুরুতে খারাপ উত্তর লিখেছো তাহলের তোমার সম্পর্কে ওই শিক্ষকের একটা খারাপ মনোভাব তৈরি হবে। আর তোমার শুরুটা যদি ভাল হয় তাহলে তোমার উত্তরপত্রে ওই শিক্ষকের একটা ভাল মনোভাব তৈরি হবে। আমার শিক্ষক আমাকে এই উপদেশ গুলো দিয়েছিলো। আমি পঞ্চম শ্রেণি থেকেই এই জিনিসটা অনুসরণ করি। বিসিএস পরীক্ষাতেও আমি এই পদ্ধতিই অনুসরণ করেছি। তোমরাও এমন পদ্ধতি অনুসরণ করবে দেখবে অবশ্যই সফলতা পাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম।
স্কুলের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মুছাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হোসেন, পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য রিয়াজ প্রধান ,মাওলানা রেজাউল করিম রেজা, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান, অভিভাবক সদস্য আবুল হোসেন।
আপনার মতামত লিখুন :