News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বন্দরে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৬:২১ পিএম বন্দরে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ বন্দরে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ। মঙ্গলবার ৮ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের বন্দর থানার দেউলী বটতলা পাঁকা রাস্তার উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় জিডি এন্ট্রি করেন।  যার জিডি নং- ৩৪৫।

বন্দর থানার উপ পরিদর্শক মো. সাইফুল ইসলাম গনমাধ্যমকে জানান, গত সোমবার ৭ এপ্রিল রাত্রিকালীন কিলো-৪ ডিউটি সময়ে গোপন সূত্রে জানতে পারি বন্দর থানাধীন দেউলী বটতলা পাঁকা রাস্তার পাশে অজ্ঞাতনামা দ্ষ্কুৃতিকারীরা আগ্নেঅস্ত্র নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত পূর্বক কিলো-৪ নাইট সহ অন্যান্য মোবাইল ডিউটি পার্টির সহায়তায় দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় অস্ত্রধারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল রাস্তায় ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে অস্ত্রটি রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত  পিস্তলে যাহা বাটসহ লম্বা ৮ ইঞ্চি, যাহার বডি স্টিল কালার, যাহার বাট সোনালী কালার, যাহার গায়ে ইংরেজিতে RND সহ আরো কিছু ইংরেজি বর্ন অস্পষ্ট ভাবে লেখা রয়েছে।

Islam's Group