নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ইজিবাইকের চাঁদাবাজ মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ কর্মী চাবি ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফতুল্লা থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ওয়াসিম সস্তাপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওয়াসিম শ্রমিকলীগ নেতা কাউছার আহমেদ পলাশের অনুসারী চাঁদাবাজ আজিজুলের শেল্টারে সাইনবোর্ড থেকে চাষাঢ়া ও শিবু মার্কেট থেকে ফতুল্লার পোস্ট অফিস সড়কে ইজিবাইকে জোড় করে চাঁদাবাজি করতেন। আওয়ামী লীগ আমলে ওয়াসিম তার সহযোগী জনি ও মোল্লা মামুনকে নিয়ে চাঁদাবাজির পাশাপাশি ইয়াবা ও ফেনসিডিলের ব্যবসা করতেন। এতে তারা কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন। এছাড়াও তারা বিভিন্ন কারখানার ঝুট নিয়ন্ত্রণ করতেন। তারা সস্তাপুর এলাকার শাহজামাল, মজিবুর, জুয়েল ও হিমেল এর দিক নির্দেশনায় কুতুবআইল ও কমর আলী স্কুলের ভোট কেন্দ্র দখল করে জাল ভোটও দিতেন। তাদের ভয়ে সাধারণ মানুষ টু শব্দ করতে পারতেন না।
আপনার মতামত লিখুন :