নারায়ণগঞ্জ বন্দরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে আকাশ (৩০) নামে এক চোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত আকাশ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার জসিম মোল্লার ছেলে। এলাকাবাসী মাধ্যমে বন্দর থানা পুলিশ সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি প্লাস ও ১টি রেঞ্জ উদ্ধার করেছে বলে এলাকাবাসী গণমাধ্যমকে এ কথা জানিয়েছে। এর আগে গত সোমবার (১৪ এপ্রিল) রাতে যে কোন সময়ে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় আইগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে অজ্ঞাত নামা চোরের দল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ এর ট্রান্সফরমার চুরি করতে আসে। ওই সময় চোরের দল বিদ্যুৎ খুঁটির উপর থেকে ট্রান্সফরমার চুরি করার সময় অসাবধানতা বসত বিদ্যুৎপৃষ্ট হয়ে আকাশ নামে এক চোর ঘটনাস্থলে মৃত্যু হয় এবং অন্যান্য চোরেরা কৌশলে পালিয়ে যায়। পরে সকালে স্থানীয় এলাকাবাসী র্দুঘটনাস্থলে মৃতদেহ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :