News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফতুল্লায় ২৩টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০৯:১৪ পিএম ফতুল্লায় ২৩টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস চুরির অভিযোগে ২৩টি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্মকর্তারা। মঙ্গলবার ১৫ এপ্রিল দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার কাশিপুর হোসাইনীনগর এলাকায় এ অভিযান চালানো হয়। আঞ্চলিক রাজস্ব শাখা নারায়ণগঞ্জের ব্যবস্থাপক নুরুল আফছারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় ব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান সহ তিতাসের ৫টি বিশেষ টিম এ অভিযানে ছিলেন।

অভিযানের সময় স্থানীয়রা তিতাস গ্যাসের কর্মকর্তাদের জানান, কাশিপুর এলাকার মনির হোসেন নামে এক ব্যক্তি এক লাখ টাকা নিয়ে গ্যাস সংযোগ দিয়েছে। এভাবে প্রায় শতাধিক বাড়িতে সংযোগ দিয়েছে মনির হোসেন। সংযোগ দেয়ার সময় গ্যাস অফিসের কর্মকর্তা পরিচয়ও দিয়েছেন মনিরের লোকজন। এরপর গ্যাস অফিসে বিল জমা দেয়ার নামে প্রতিমাসে চুলা প্রতি মনির হোসেন দেড় হাজার টাকা নিয়েছে। কয়েক বছর যাবত এভাবেই বিলের নামে টাকা নিচ্ছেন মনির হোসেন।

ব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান বলেন, বকেয়া গ্যাস বিলের কারণে ৩টি, অতিরিক্ত গ্যাস ব্যবহারের কারণে ১০টি ও অবৈধ ১০টি বাসা বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ শুনেছি বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Islam's Group