বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের শ্রমিক সংগঠন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদকে তার বাসা থেকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বুধবার ১৬ এপ্রিল রাত দেড়টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গত ৯ এপ্রিল দুপুরে রূপগঞ্জ উপজেলার রবিনটেক্স (বাংলাদেশ) গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় দু’টি মামলা করে। দুই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তার বিমান্ড আবেদনের শুনানী অনুষ্ঠিত হবে।
এ ঘটনায় এর আগে ১৯ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :