নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল রাত ১১ টায় উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় চেকপোস্টে তল্লাশিকালে ৭ তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান।
গ্রেফতারকৃত মাদক কারবারি মুন্সিগঞ্জের গজারিয়া থানার আব্দুর রশিদের ছেলে।
(ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, গোপন সংবাদ মাধ্যমে জানতে পেরেছিলাম যে একটি মাদকের চালান টোলপ্লাজার সামনে দিয়ে পার হবে। এই খবরে আমরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি করাকালীন সময়ে গ্রেফতারকৃত আসামি মোটরসাইকেল যোগে ইয়াবা ট্যাবলেটসহ যাওয়ার সময়ে আটক করি। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুপুরে আসামিকে আদালত প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :