News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ফতুল্লায় রাজউকের অভিযান : জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৯:০২ পিএম ফতুল্লায় রাজউকের অভিযান : জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে নকশা বহির্ভূত বেশ কয়েকটি নির্মাণাধীন  ভবনে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার ২২ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শান্তিধারা, গিরিধারা, বৌ-বাজার এলাকায় আটটি নির্মাণাধীন ভবনে অভিযান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার। 

অভিযানে ইমাম হোসেন নামে একটি ভবন মালিককে দুই লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সেই সাথে বেশ কয়েকটি ভবনের নকশাবর্হিভূত অংশ ভেঙে দেয় রাজউক। বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার বলেন, নকশা বহির্ভূত সকল নির্মাণাধীন ভবনে রাজউকের অভিযান অব্যাহত থাকবে। রাজউক চায় সুষ্ঠু সুন্দর বসবাসযোগ্য ও নিরাপদ নগরী গড়তে।   

এসময় আরো উপস্থিত ছিলেন, রাজউকের ৮/৩ জোনের অথরাইজড অফিসার আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার সাদাত মো. সায়েম, প্রধান ইমারত পরিদর্শক রাসেল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

Islam's Group