নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. রিফাত ও সাবেক শিক্ষার্থী গৃহবধূ লামিয়া আক্তারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ এপ্রিল দুপুরে কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে তারাব পৌরসভার সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখা হয়।
মানববন্ধনে শিক্ষার্থী আফরিন কবির বলেন, আমাদের স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী দক্ষিণ রূপসী এলাকার মো. রিফাতকে গত ৩০শে মার্চ নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারী মো. মাছুমসহ তার সহকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে।
নিহত গৃহবধূ লামিয়ার ভাই সিফাত হোসেন বলেন, আমার বোন লামিয়া আক্তার কে যৌতুক টাকার জন্য তার স্বামী শাওন ও তার মা ফাতেমা বেগমসহ পরিবারের লোকজন দীর্ঘদিন যাবত নির্যাতন করে আসতেছিল। পরে গত ১৯ এপ্রিল নির্যাতন করে হত্যা করে। আমি এ হত্যার বিচার চাই। তা হলে সামনে আরো বড় ধরনের কর্মসূচি দেয়া হবে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, উক্ত ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক মামলা রয়েছে। গৃহবধূ লামিয়া হত্যার আসামি মো. শাওন ও তার মা ফাতেমাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। শিক্ষার্থী রিফাত হত্যার আসামি মো. মাছুমকেও গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :