বির্তকিত কর্মকান্ডের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনকে বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (‘গ’-সার্কেল) মেহেদী ইসলাম গণমাধ্যমকে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। দায়িত্ব গ্রহণের মাত্র আট মাসের মাথায় তাকে এই পদ থেকে সরিয়ে নেওয়া হলো।
২০২৪ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আড়াইহাজার থানায় যোগ দেন ওসি এনায়েত হোসেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। সম্প্রতি ঘুষ নেওয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি আরও আলোচনায় আসে।
আপনার মতামত লিখুন :