নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে স্বর্ণ বিক্রির নগদ টাকা লুট করে প্রাণনাশের হুমকি প্রদার করার অভিযোগ উঠেছে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। বুধবার (২৩ এপ্রিল) রাতে ফতুল্লার বক্তাবলী চরপ্রসন্ন নগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মোখলেছুর রহমান বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, ফতুল্লার চরপ্রসন্ননগর এলাকার তাইজুল ইসলাম (৬০) এবং তার ছেলে রতন মিয়া (৩৬)।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। পূর্ব শত্রæতার জের ধরে আসামিরা তাকেসহ তার পরিবারের লোকজন জানমালের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে আসছে। গত ২৩ এপ্রিল সকালে তার পরিবারের লোকজনের ব্যবহৃত সবমোট ১৬ ভরি, ৬ আনা, ২ রতি স্বর্ণালঙ্কার বিক্রয়ের উদ্দেশ্যে ও তার সহকর্মী হাফিজুল্লাহ (৫০), আইনউদ্দিন (৫৫), হাবিব (৪৫) ও ড্রাইভার জাকির হোসেনকে (৪০) সঙ্গে নিয়ে তাদের ব্যবহৃত প্রাইভেটকারযোগে ঢাকায় স্বর্ণালঙ্কার বিক্রয় করে। ওইদিন রাতেই ঢাকা থেকে প্রাইভেটকারযোগে বাড়িতে আসার পথে ফতুল্লার বক্তাবলী চরপ্রসন্ন নগর এলাকায় অভিযুক্তরা ধারালো রাম, চাপাতি, ছোরা, লোহার রড, চাইনিজ কুড়াল, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর অতর্কিত আক্রমণ করে। তখন আসামিদের হাতে থাকা লোহার রড ও হকিস্টিক দিয়ে তার গাড়ির গøাস ভাংচুর করে আনুমানিক ৪৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। আসামিরা এলোপাথারি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আসামিরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে এবং তার সঙ্গে থাকা নগদ ২২লাখ ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। আসামিরা চলে যাওয়ার সময় তাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে চলে যায়।
এদিকে এ ঘটনার পর ভুক্তভোগীকে অকথ্য বাসায় গালি এবং হুমকি প্রদান করেন আসামি রতন। এ সংক্রান্ত কয়েকটি কলরেকর্ড এ প্রতিবেদকের হাতে এসেছে। এতে রতন বলেন, ‘এবার খেলা দেখামু নি। কুত্তাডার মতোন তোরে গুলি করে দিমু। তোর লগে যেসব চামচা থাকে ওদেরকে পেট্টোল দিয়ে পুড়ায় মেরে ফেলমু। আমার নাম রতন, যা কিছু আছে সবকিছু জ্বালায় পুড়ায় দিমু দেখবি।’
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :