News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বন্দরে মানসিক ভারসাম্যহীন যুবকের  আত্মহত্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৬:৩৮ পিএম বন্দরে মানসিক ভারসাম্যহীন যুবকের  আত্মহত্যা

বন্দরে দিপু (১৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ২৪ এপ্রিল বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকার জাকির মিয়ার ভাড়াটিয়া বাড়ি ফ্যানের হুকের সাথে উড়না পেঁচিয়ে ওই যুবক গলায় ফাঁস লাগিয়ে  আত্মহত্যা করে।

আত্মহত্যাকারী যুবক দিপু ঢাকা জেলার কদমতলী থানার পূর্ব দোলাইপাড় এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে। বর্তমানে সে বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকার জাকির মিয়ার ভাড়াটিয়া  বাড়িতে দীর্ঘ দিন ধরে  বসবাস করে আসছিল। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে জামাতা ইয়াছিন আরাফাত বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

ধামগড় ফাঁড়ি এসআই মাহামুদ আলম গণমাধ্যমকে জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করি।  আত্মহত্যাকারী যুবক মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবার সূত্রে জানা গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আত্মহত্যার কারণ জানার জন্য আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

Islam's Group