নারায়ণগঞ্জের বন্দরে সমবয়সীদের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে সিয়াম (৬) নামে এক শিশু মৃত্যু হয়েছে। শুক্রবার ২৫ এপ্রিল দুপুর ১২টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু সিয়াম বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ ডাক বাংলা এলাকার জনৈক সুলতান মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার শিমুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও সমবয়সীরা জানান, শুক্রবার দুপুরে শিশু সিয়াম তার সমবয়সী বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। সিয়াম সাঁতার না জানার কারনে গভীর পানিতে তলিয়ে যায়। ওই সময় সিয়ামের বন্ধুরা ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে দুপুর ১টায় ব্রহ্মপুত্র নদে থেকে শিশু সিয়ামকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করে।
আপনার মতামত লিখুন :