News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

রূপগঞ্জে ইউপি সদস্য গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | রূপগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৮:১০ পিএম রূপগঞ্জে ইউপি সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের  ইউপি সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের  চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শমসের আলী খাঁন (৪৫) কে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার ২৬ এপ্রিল গভীর রাতে  উপজেলার পূর্বাচল উপশহর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে   অভিযান পরিচালনা করে  গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল উপশহর থেকে   ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতা  শমসের আলী খাঁন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। শমসের আলী খাঁন কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া শেখ রাসেল নগর এলাকার ৩ নম্বর গলির  মো. হাসমত আলীর ছেলে।শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত শমসেরকে বিস্ফোরক আইনের মামলায় ৭দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

Islam's Group