News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

মনোনয়ন নিয়ে আশাবাদী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৯:৩৭ পিএম মনোনয়ন নিয়ে আশাবাদী

গত কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন অঙ্গণে নির্বাচনী আলোচনা চলছে। বিশেষ করে সামনে সংসদ নির্বাচন হলে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি কাকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনীত করবেন তা নিয়ে গুঞ্জণের যেন শেষ নেই। এ আলোচনার মধ্যেই এই আসনে মনোনয়ন নিয়ে আশাবাদ-ব্যক্ত করেছেন দুই হেভিওয়েট বিএনপি নেতা ও একজন শিল্পপতি।

এরা হলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম, সাবেক ছাত্রদল নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আবু জাফর বাবুল এবং বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল।

জানা গেছে, আবুল কালাম এই আসনে একাধিকবার ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন। সাবেক এই জনপ্রিয় জনপ্রতিনিধির বয়স সত্তুর পেরিয়ে গেলেও তিনি আশা করছেন যোগ্যতা, সততা ও স্বচ্ছতার জন্য আগামীতেও বিএনপি তাকে মনোনীত করবেন।

এ বিষয়ে এডভোকেট আবুল কালাম বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। বিএনপি সব সময় গণতন্ত্রে বিশ্বাস করে। সেই হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই কাম্য। পাশাপাশি যারা মনোনয়ন প্রার্থী হবেন তাদেরও এটা নৈতিক অধিকার। এবং দলের থেকেও তাদের একটা অধিকার বর্তায় নিজেকে আত্মপ্রকাশ করার। এই বিষয়টি আমাদের দলে যারা নেতৃত্বে রয়েছেন ওনারা সু-বিবেচনায় নিবেন। এক্ষেত্রে অতীত আর বর্তমান সবটাই মূল্যায়ন হবে। মূল্যায়নের প্রেক্ষিতে আমি আত্মবিশ্বাসী। কারণ এর আগে যতবার নির্বাচন আসছে ততবার আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি আশাকরি ইনশাল্লাহ আগামী দিনে আমার যোগ্যতা, স্বচ্ছতা, আমার আত্মত্যাগ এবং আমার যে সততার অধ্যায় রয়েছে, সে হিসেব আমি নিজেকে জনগণের সেবা করার উপযুক্ত মনে করি। আমার দলও সেই বিবেচনায় আমাকে মনোনয়ন প্রদান করবেন। আমি আমার জনগণের কাছে একটাই আবেদন রাখবো যে, আপানারা অতীতে আমার উপর আস্থা রেখেছেন। আগামী দিনেও আমার উপর আস্থা রাখবেন সেই বিশ্বাস আমার আছে। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী।

বিএনপি ঘরানার ব্যবসায়ী হিসেবে পরিচিত প্রাইম গ্রুপের কর্ণধার আবু জাফর বাবুলও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির হয়ে নির্বাচন করতে নিজের আগ্রহ প্রকাশ করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, আমি বিএনপি ঘরানার ব্যবসায়ী হিসেবে পরিচিত। এই কারণে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে আমার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর অনেকবার হামলা হয়েছে। তবুও আমি চেষ্টা করে গেছি দূর থেকে বিএনপির জন্য কিছু করতে। এইটাও অসত্য নয় যে আমি গোপনে তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সবাইকেই যতটুকু পেরেছি আর্থিকভাবে সহযোগীতা করেছি। আমি নারায়ণগঞ্জ শহর ও বন্দরের মানুষকে সেবা করতে চাই। বিএনপি থেকে তারেক রহমান যদি আমাকে মনোনয়ন দেন তাহলে অবশ্যই আমি নির্বাচন করবো।

এছাড়া নির্বাচন প্রসঙ্গে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল বলেন, দল অবশ্যই তদন্ত করে দেখবেন যে আমি দলের জন্য কি করেছি। আমার রাজনীতিক জীবন কি এবং জনগণ আমাকে কতটুকু ভালোবাসে। যে যত বড়বড় পোষ্টার ছাঁপাক, মিছিল করুক। কিন্তু যারা ভোটারদের কাছে গ্রহণযোগ্য তাদের মাধ্যমে দল কামিয়াব হবে। জনগণ যদি চায় তাহলে আমি মনোনয়ন চাইবো। আশাকরি দল আমার প্রতি দয়া করবে। নারায়ণগঞ্জ-৫ আসনের আমার শুভাকাঙ্খী যারা আছেন আপনাদের সকলকে আমি অনেক ভালোবাসি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আপনাদের সেবা করার সুযোগ পাই।

Islam's Group