News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে বিতর্কিতদের স্থান হবে না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১০:৩৪ পিএম নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে বিতর্কিতদের স্থান হবে না

আগামী দুই তিনদিনের মধ্যে জেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষিত হবে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রেরিত চিঠি অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি নির্ধারিত ৭দিন সম্পন্ন হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুয়ারি ৩১ সদস্যের কমিটি ঘোষণায় আরো ২ থেকে ৩ দিন সময় পাচ্ছেন। ইতোমধ্যে ৩১ সদস্যের কমিটি নিয়ে প্রাথমিক আলোচনা অনেক দূর এগিয়ে বলে জানিয়েছেন মাসুকুল ইসলাম রাজিব। তবে ৩১ সদস্যের কমিটিতে কাদেরকে অর্ন্তভুক্ত করা হচ্ছে তা এখনো জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, বিগত দিনে আন্দোলন সংগ্রামে ভূমিকা এবং গত ৫ আগস্টের পর যেসকল নেতারা ক্লিন ইমেজ ধরে রেখেছেন তাদেরকেই কমিটিতে অর্ন্তভুক্ত করতে অগ্রাধিকার দেওয়া হবে।

তবে ইতোপূর্বে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে দল থেকে বহিষ্কৃত হয়েছেন তাদেরকে যে কমিটিতে রাখা হবে না সেটি পরিস্কার ভাবেই বলা যায়। কারণ দল থেকে এখন পর্যন্ত তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের ব্যাপারে কোনো নির্দেশনাই আসেনি। ফলে কমিটিতে তাদের অর্ন্তভুক্ত করার কোনো সুযোগ নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অন্যদিকে  জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন শনিবার ফতুল্লায় একটি সভায় বলেছেন, আমি এই কমিটিতে (নারায়ণগঞ্জ জেলা বিএনপি) আছি। কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ যাতে কমিটিতে আসতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ কররো। যারা স্বৈরাচারের সাথে ছিল এবং আমাদের দলের হয়েও যারা অন্যায়-অত্যাচার, অনৈতিক কাজের সাথে জড়িত হয়েছে, তাদেরকে দলে রাখা যাবে না।

সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার ভার্চুয়াল মিটিং হয়েছে বলেও জানান তিনি। স্বৈরাচারের দোসর, সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে তারেক রহমানের কঠোর হুঁশিয়ারির কথাও পুনরায় ব্যক্ত করেন তিনি।

গিয়াস আরও বলেন, তারেক রহমান সাহেবের স্পষ্ট নির্দেশ, যারা স্বৈরাচারের সাথে ছিল, এমনকি আমাদের দলের হয়েও যারা অন্যায়-অত্যাচার, লুটপাট-চাঁদাবাজি করেছে, তাদেরকে কোনোভাবেই দলে রাখা যাবে না। এই ব্যাপারে আমরা ব্যবস্থা নিবো। এটি তারেক রহমানের নির্দেশ।

Islam's Group