News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ছাত্রলীগ সভাপতিকে ছাড়াতে বিএনপির তদবির


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১০:০০ পিএম ছাত্রলীগ সভাপতিকে ছাড়াতে বিএনপির তদবির

নারায়ণগঞ্জের মহানগর বিএনপি ও আলীরটেক ইউনিয়ন বিএনপি নেতাদের নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছেনা। সন্ত্রাসীদের গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের সমর্থিত নৌকার চেয়ারম্যান জাকির হোসেনের পক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কাজ করতে নির্দেশ দেয়ার পাশাপাশি স্থানীয় একটি আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়া নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতে এবার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লবকে ছাড়াতে ব্যর্থ তদবির করার অভিযোগ উঠেছে। তবে বিএনপি নেতাদের তদ্বিরকে আমলে নেয়নি পুলিশ প্রশাসন।

জানা গেছে, সোমবার ১৭ ফেব্রুয়ারি আলীরটেক ইউনিয়ন থেকে ছাত্রলীগের শফিকুল ইসলাম বিপ্লবকে গ্রেফতার করে সদর মডেল থানার পুলিশ।

বিপ্লবকে ছাড়িয়ে নিতে গিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমানসহ ও তার অনুগামীরা থানায় তদবীর করে। এছাড়াও মহানগর বিএনপির এক শীর্ষ নেতাও ওই ছাত্রলীগ নেতার পক্ষে তদ্বির করেছেন বলে জানা গেছে।

জানা গেছে, সন্ত্রাসীদের গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের আশীর্বাদে জাকির হোসেন নৌকা প্রতীকের প্রার্থী হয়ে আলীরটেক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হলেও দীর্ঘদিন ধরে তার অনুগামী হিসেবেই কাজ করে গেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমানসহ ও তার অনুগামী জুলহাস হোসেন, শাহিন সরকারসহ আরো অনেকে। বিগত দিনে এই শফিকুল ইসলাম বিপ্লব ছিল চেয়ারম্যান জাকির হোসেনের নানা অপকর্মের বিশ্বস্ত সহযোগী। এছাড়া বিগত দিনে যারা আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল তাদেরকে মামলা দিয়ে হয়রানিসহ তাদেরকে জঙ্গী আখ্যা দিয়ে হামলাও করতো এই শফিকুল ইসলাম বিপ্লব ও তার অনুগামীরা। এছাড়া রয়েছে তার বিরুদ্ধে মামলা বানিজ্যের অভিযোগ। সে নৌকার চেয়ারম্যান জাকিরের সাথে মিলে অনেক বিএনপি নেতাদেরকে হামলা মামলা দিয়েছেন। এক সময় সেলিম ওসমান ও শামীম ওসমান জামায়ত-বিএনপি কে নিধন করতে লিস্ট তৈরী করার কাজে ও বিএনপির নেতাদের অবস্থান চিহ্নিত করতেও সহযোগীতা করতেন।

বিএনপির পদধারী নেতা হয়ে ছাত্রলীগের সভাপতিকে ছাড়িয়ে নিতে আসার বিষয়ে বিএনপি নেতা আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, শফিকুল ইসলাম বিপ্লব ছাত্রলীগ করলেও সে লোক ভালো। তাছাড়া তার বাড়িতে দুই জন স্টোকের রোগী তাই আমাদের এখানে আসা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত আলীরটেক ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মো: শফিকুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যা মামলা রয়েছে। তাকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Islam's Group