News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বিএনপির মিছিলে নেতাকর্মীর খরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১০:০৩ পিএম বিএনপির মিছিলে নেতাকর্মীর খরা

আওয়ামী লীগের ডাকা সকাল সন্ধ্যা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তবে এই বিক্ষোভ মিছিলে স্বল্পসংখ্যক নেতাকর্মীকে লক্ষ্য করা গেছে।

মিছিলে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ মহানগর বিএনপির অধিকাংশ নেতাকর্মী অনুপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর টিপু নেতৃত্বে মহানগর বিএনপির মিছিলে খরা লক্ষ্য করা গেছে।

জানা যায়, এদিন বিক্ষোভ মিছিলটি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন। মিছিলের সামনের সারিতে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ রেজা রিপন, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাখাওয়াত হোসেন রানাকে দেখা যায়।

বক্তব্যে অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সবসময় প্রস্তুত আছি। রাজপথে আওয়ামী লীগের যেকোন ষড়যন্ত্র মোকাবিলায় মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত। আমরা নারায়ণগঞ্জের মাটিতে গডফাদার ও ফ্যাসিস্টদের মাথা চাড়া দিয়ে উঠতে দিবো না।

এর আগে বিভিন্ন নেতিবাচক কর্মকান্ডে টিপুকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। গত ৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙ্গচুর করার নেতৃত্ব দিয়ে সমালোচনার মধ্যে পড়েন টিপু এবং সাখাওয়াত। পাশাপাশি সেদিন তারা ঘোষণা দিয়ে শামীম ওসমানের দাদা বাড়ি বায়তুল আমান বুলডেজার দিয়ে গুড়িয়ে দেওয়ার নেতৃত্ব দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের কোনো নির্দেশনা ছাড়াই তাদের এই অতিউৎসাহী কর্মকান্ডের কারণে ক্ষুদ্ধ হোন। এই নিরীখে যেকোনো সময় মহানগর বিএনপির আহবায়ক কমিটি বিলুুপ্ত করা হতে পারে। তার আগে, গত ১৩ জানুয়ারি চানমারী এলাকায় সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে মাসুদ নামের এক সাংবাদিককে মারধর করে স্বর্ণের চেইন ছিনতাই করার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে ওই সাংবাদিককে মাদকাসক্ত বলে আখ্যা দিয়েছেন টিপু। এ ঘটনায় আহত সাংবাদিক মো. মাসুদুর রহমান তালুকদার ওইদিন সন্ধ্যায় ফতুল্লা থানায় টিপুকে প্রধান আসামি করে দুইজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।

Islam's Group