আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম ডালিমকে সোনারগাঁ থানার বৈষম্যবিরোধী আন্দোলনে মো. ইব্রাহিম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ১৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুর রহমানের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেছেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, সোনারগাঁ থানায় ইব্রাহীম হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি রাতে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। তিনি জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ডালিমকে আটক করেছে ডিবি পুলিশ।
আপনার মতামত লিখুন :