News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সবাই মিলে লাথি দিয়ে বের করে দিবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ১০:২৩ পিএম সবাই মিলে লাথি দিয়ে বের করে দিবে

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় অবস্থিত হোসিয়ারি সমিতি মিলনায়তন দখল করে রেখেছে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এমনটাই দাবী করেছেন সভাপতি বদিউজ্জামান বদু।

১৬ মার্চ রোববার সময়ের নারায়ণগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। একই সাথে ঈদের আগে এই হোসিয়ারি সমিতি মিলনায়তন ভবনটি দখল ছেড়ে না দিলে দলীয় এবং আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।

বদিউজ্জামান বদু বলেন, ‘টিপু হোসিয়ারি সমিতির মিলনায়তনরে টর্চার সেল বানাইছে এইটা তো পুরান খবর। ও অফিসটা দখল করেছে। হোসিয়ারি অ্যাসোসিয়েশন এইটা ভাড়া দিছে। এখন ভাড়াটিয়ার অফিস জোর করে দখল করে টর্চার সেল বানাইছে টিপু। ওরে এরেস্ট করা উচিত। অনেকের কাছে আমি এই বিষয়ে অভিযোগ দিয়েছি। আমি ওরে বের করার চেষ্টা করতাছি। ও শামীম ওসমানের মাসোয়ারা খাওয়া পালিত কু**।’

তিনি আরও বলেন, ‘আমি এতদিন বিএনপির নেতা বলে আইনগত কোন পথে হাটিনাই। কিন্তু এখন যেই অবস্থা তাতে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমি বিএনপির সিনিয়র নেতাদের জানিয়েছি, আমাকে বলছে ঈদের পর যদি না ছাড়ে তাহলে সবাই মিলে লাথি দিয়ে বের করে দিবে। ঈদের জন্য আমরা অপেক্ষা করতাছি। ডিসিকেও জানাইছি বিষয়টা। ওর মত শামীম ওসমানের মাসোয়ারা খাওয়া লোক কিভাবে বিএনপির সেক্রেটারি হয় এইটা আমাদের বোধগম্য না। আমাদের অফিসটা দখল করে টর্চার সেল বানাইছে, এইটা কি কোন কথা? কোন মানুষের কাজ এগুলা?’

হোসিয়ারি এসোসিয়েশনের নেতারা জানান, ‘নির্বাচিত হবার পর থেকেই সকল ব্যবসায়ীদের দাবী ছিলো সমিতির মিলনায়তন দখলমুক্ত করা। দলীয় সুনাম ক্ষুন্ন না করে কিভাবে আপোষের মাধ্যমে দখল ফিরিয়ে আনা যায় সেই দিকে মনোযোগী ছিলেন সবাই। কিন্তু সমিতি ভবনের ভেতরে মারধর করে টর্চার সেলে পরিনত করার ঘটনায় সকলেই ক্ষুব্ধ। দ্রুত ভিত্তিতে হোসিয়ারি সমিতি মিলনায়তন দখলমুক্ত করার দাবী তুলেছেন সবাই।’

এর আগে গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া হোসিয়ারি সমিতিতে তুলে নিয়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে। মারধরের পর তাঁর থেকে জোড়প‚র্বক ভিডিও স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। ঘটনার পর রাতেই পুলিশের কাছে দ্বারস্থ হন ভুক্তভোগী।

ভুক্তভোগী ব্যবসায়ী শুভ বলেন, ‘আমি শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ে আমলাপাড়া রাস্তায় যাচ্ছিলাম। পথিমধ্যে আমার গতিরোধ করে টিপুর অনুসারীরা আমাকে মারধর শুরু করে। আমার মোটরসাইকেল ভেঙ্গে ফেলে। এরপর আমাকে তুলে হোসিয়ারি সমিতিতে নিয়ে যায়। সেখানে টিপু সহ তাঁর অনুসারীরা আমাকে মারধর করে। ম‚লত গত ৮ মার্চ দ্বিগুবাবুর বাজারে আমি কেন টিপুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মিছিল করেছি সেই কারনে আমাকে মারধর করা হয়। এরপর আমার থেকে ভিডিও বক্তব্য নেয়। আমাকে বলে তুই বল আমি কোন চাঁদাবাজি করিনাই। আমি সড়ক দখলমুক্ত করায় আমাকে চাঁদাবাজ বানানো হয়েছে। আমাকে অস্ত্র ঠেকিয়ে এইকথা বলতে বলায় আমি সেখানে ভিডিওতে কথা বলে বের হয়ে আসি। এরপর আমি থানায় আসি টিপুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে।

শুভ আরও বলেন, ‘টিপু ও তাঁর লোকজন দ্বিগুবাবুর বাজারে চাঁদাবাজি করে। সড়ক ক্লিন রাখার কথা বলে চাঁদা তোলে। যে চাঁদা দেয়না তাঁর মালামাল নিয়ে যায়, লাথি দিয়ে রাস্তায় ফেলে দেয়। রাস্তাঘাট ক্লিন রাখার কাজ প্রশাসন করবে, সে কেন ব্যবসায়ীদের সাথে গিয়ে দুর্ব্যবহার করবে?

Islam's Group