নারায়ণগঞ্জে শহরের উত্তর ও দক্ষিণ মেরু দ্বন্দ্ব কোন্দল ও প্রতিযোগিতা দেখা যেত বিগত আওয়ামীলীগ আমলে। চাষাঢ়ায় ওসমান পরিবার ও দেওভোগে চুনকা পরিবারের সমর্থকদের মধ্যে এমন দ্বন্দ্ব স্বয়ং সরকার প্রধান বিব্রত হয়ে পড়েছিলো ২০১১ সালের নাসিক নির্বাচনে। এরপর থেকে শুধু নারায়ণগঞ্জই না পুরো বিশ্বজুড়ে আলোচনা সমালোচনা ছিলো উত্তর ও দক্ষিণ মেরু রাজনীতির বাতাস। সেই আওয়ামী লীগ সরকার পতনের সাত মাসের মাথায় এবার বিএনপিতে এই দুই মেরু দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। দুই পক্ষই ওসমান পরিবারের একে অপরের দালাল হিসেবে পরিচয় দিয়েছে তাদের লাইভ ভিডিওতে।
আইভী ও শামীম ওসমানের পর এবার বিএনপির মহানগরের সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও যুবদলের সাবেক নেতা হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদুর মধ্যে তুমুল লড়াই চলছে হোসিয়ারি সমিতির একটি অফিস নিয়ন্ত্রণ নিয়ে। ওসমানদের খুশি করিয়ে টিপু অফিসটি দখল করে রেখেছে বহুদিন ধরে এমন তথ্য প্রকাশ করেছে বদু। অন্যদিকে এমন তথ্য মিথ্যাচার করছে বলে মন্তব্যে করেছেন টিপু।
এদিকে সেলিম ওসমানের কাছে বন্ড সই দিয়ে রাজনীতি ছেড়ে বদ্ ুএমন তথ্য দিয়েছে টিপু। তিনি আরও বলেছেন, বিগত ১৬ বছর ধরে তাকে কোন রাজনীতি অঙ্গে দেখা মিলেনি। তার ভাষা না এটা নিষিদ্ধ পল্লীর সন্তানদের ভাষা। সে যদি লাথি মাইরা আমাকে সরায় দিতে চায় তাহলে আমি আঙ্গুল চুষমু। হোসিয়ারি সমিতি কি তার বাবার জায়গা।
বদুও পাল্টা অভিযোগ করে বলেছেন, আমি জোহা পরিবারের কাছে খত দিয়ে রাজনীতি ছাড়েনি। বিএনপি ছিলাম বিএনপিতে আছি। রাজনীতি ছেড়ে দেয়া এমন তথ্য প্রমান দিতে পারলে হোসিয়ারি সমিতির পদ ছেড়ে দিবো। টিপুতে সেলিম ও শামীম ওসমানের মাসোয়ারাভুক্ত কর্মচারী। ওই বিএনপিতে প্রবেশ করে রাজনীতি নষ্ট করেছে। আমরা নারায়ণগঞ্জের লোকাল, টিপু তো চাঁদপুর থেকে আসছে চাঁদাবাজী, ধান্দাবাজি করতে।
এর আগে রাজনীতি আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগের আইভী ও শামীম ওসমানের তুমুল আলোচনা সমালোচনা শুনেছে নারায়ণগঞ্জবাসী। এমন টিভি লাইভ শো-তে একে অপরকে নারায়ণগঞ্জ আয় মত ভাষা শুনছে জনগণ। আইভী শামীম ও টিপু বদু এমন ভাষ্য কারণে নারায়ণগঞ্জ আবারো উত্তর ও দক্ষিণ মেরু রাজনীতিতে বিধ্বস্ত শব্দ অপেক্ষা করছে।
মূলত দেওভোগের আলোচিত জাকির খানের গোষ্ঠীতে বদিউজ্জামান বদু। তিনি ৩ ফেব্রুয়ারি নির্বাচনে টিপু দেয়ার প্যানেলকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে হোসিয়ারি সমিতির সভাপতি নির্বাাচিত হয়েছেন। অন্যদিকে টিপুর বিরুদ্ধে হোসিয়ারি সমিতির একটি অফিস দখলের অভিযোগ তুলেন বদু। এই নিয়ে তাদের বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে গত সপ্তাহ জুড়ে।
আপনার মতামত লিখুন :