News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আদালতপাড়ার রাজনীতিতে শক্ত অবস্থানে জামায়াতে ইসলামী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১০:৪৪ পিএম আদালতপাড়ার রাজনীতিতে শক্ত অবস্থানে জামায়াতে ইসলামী

নারায়ণগঞ্জ আদালতপাড়ার রাজনীতিতে আওয়ামীলীগ ও বিএনপির সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে শক্ত অবস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পন্থী আইনজীবীরা। জাতীয় রাজনীতিতে বিএনপির সঙ্গে জামাতের জোট ভাঙ্গলেও নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী সমিতির সকল নির্বাচনেই শরীক দলের মতই ভূমিকা রেখেছেন জামায়াতের আইনজীবীরা। বিএনপির প্যানেলে প্রতিটি নির্বাচনে দুই একজন করে প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে আসছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর কোর্টপাড়ায় বৃহত্তর আকারে নিজেদের জানানি দিয়েছেন জামায়াতে ইসলামী।

আইনজীবীদের সূত্রে, শেখ হাসিনার সরকার পতনের পর বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েই ক্ষমতা ভাগাভাগি করেছে জামায়াতে ইসলামী। আইনজীবী সমিতির নির্বাচনেও বিএনপির প্যানেলে দুইজন আইনজীবীকে প্রার্থী করেছে জামায়াতে ইসলামী। যেখানে সহ-সভাপতি পদে মাঈনদ্দীন আহমেদ ও কার্যকরী সদস্য পদে আক্তার হোসেনকে নির্বাচিত করা হয়। আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহণ না করায় বিনা ভোটে বিএনপি প্যানেলের সঙ্গে থেকে জামায়াতের নেতারাও নির্বাচিত হোন।

এছাড়াও পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯৪ জন আইনজীবীকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেয় সরকার। সেখানে জামায়েত ইসলামীর ১৫/১৬ জন আইনজীবীকে নিয়োগ দেয়া হয়।

অনেকেই বলেছেন, জিপি পদে নিয়োগ পাওয়া খন্দকার আবুল কালাম আজাদ জামায়াতের সুপারিশে তিনি নিয়োগ পেয়েছেন। এ ছাড়াও বিএনপির সকল কর্মকাণ্ডে জামায়েত ইসলামীর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। জাতীয় পর্যায়ে বিএনপি ও জামায়াতের সম্পর্কে কিঞ্চিত ফাটল দেখা গেলেও নারায়ণগঞ্জ কোর্টপাড়ার রাজনীতিতে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনীতি করছেন জামায়াতের আইনজীবীরা।

অনেক আইনজীবীরা বলছেন, বিগত সাড়ে ১৫ বছর আইনজীবী সমিতির সকল নির্বাচনে বিএনপির সঙ্গে তাল মিলিয়ে রাজনীতি করেছে জামায়াতে ইসলামীর আইনজীবীরা। বিএনপি নির্বাচন বয়কট করলে তারাও বয়কট করেছেন। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপির প্যানেলে জোটবদ্ধ হয়ে তারাও অংশগ্রহণ করেছেন। প্রতিবাদ জানিয়েছেন একজোট হয়ে। কঠিন সময়ে ভেতরে ভেতরে জামায়াতে ইসলামী প্রতি বছর আইনজীবীদের নিয়ে পিকনিক করেছেন।

নবাগত আইনজীবীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান করেছেন। নিজেদের দলে টানতে নতুন আইনজীবীদের নিয়ে নানা কর্মসূচি পালন করেছেন জামায়াত।

গেল ৫ আগস্টের পরেও বিভিন্ন দলের আইনজীবীদের তাদের সঙ্গে অংশগ্রহণ করিয়েছেন। এমনকি যারা আওয়ামীলীগের সঙ্গে রাজনীতি করেছেন তাদেরকে তওবা পড়িয়ে জামায়াতে ইসলামীর প্রাথমিক সমর্থক বানিয়েছেন। ৫ আগস্টের পূর্বে যারা আওয়ামী লীগের সঙ্গে মিছিল মিটিং করেছেন তাদেরকেও জামায়াত তাদের রাজনীতিতে সুযোগ করে দিয়েছেন। এভাবে নিজেদের দল ভারী করতে নানা কর্মকাণ্ড করে যাচ্ছেন জামায়েত ইসলামীর আইনজীবীরা।

Islam's Group