News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রমজানেও নির্বাচনের প্রস্তুতি জামায়াতের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ১০:৪৭ পিএম রমজানেও নির্বাচনের প্রস্তুতি জামায়াতের

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আলাপ আলোচনা চলমান থাকলেও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে দিনক্ষণ নির্ধারিত না হলেও নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের পাঁচটি আসনকে কেন্দ্র করেই তারা সরব ভূমিকা পালন করে যাচ্ছেন। বিশেষ করে এবারের রমজানকে কেন্দ্র করে তারা যেন নিস্তার নেননি।

রমজানের শুরু থেকেই প্রতিদিন নারায়ণগঞ্জের পাঁচটি আসন কেন্দ্রিক একাধিক ইফতার মাহফিল করে যাচ্ছেন। কোথাও কোথাও ইফতার মাহফিল করতে গিয়ে বাধার শিকার হয়েছেন। তারপরও তারা যেন থেমে থাকেননি। পুরো রমজানজুড়েই নারায়ণগঞ্জের পাঁচটি আসন কেন্দ্রিক এলাকায় চষে বেড়িয়েছেন। একদিনের জন্য তারা কোনো নিস্তার নেননি।   

তবে এসকল ইফতার মাহফিলগুলোতে প্রাথমিক অবস্থায় তারা ব্যক্তিকেন্দ্রিক প্রচারণায় না গিয়ে দলীয় প্রচারণার দিকেই বেশি নজর দিয়েছেন। জামায়াতকে তারা তৃণমূল পর্যায়ে পৌঁছিয়ে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে জামায়াতকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করে আসছেন। পাশাপাশি তারা নানা প্রতিকূলতা পেরিয়ে নিজেদেরকে বিতর্কমুক্ত রাখছেন। যা অন্য রাজনৈতিক দলের বেলায় হয়ে উঠেনি।

ফলশ্রুতিতে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন যতই যাচ্ছে নারায়ণগঞ্জে জামায়াত ইসলামীর অবস্থান ততই যেন শক্ত হচ্ছে। জনসাধারণের দৃষ্টি যেন তাদের দিকেই বেশি ঝুঁকতে শুরু করছে। বিশেষ করে শহরের ইসদাইর এলাকার ওসমানী পৌর স্টেডিয়ামে আয়োজিত জনসমাবেশ যেন জনসাধারণের বেশি নজর কাড়তে সক্ষম হয়েছেন।

জানা যায়, বিগত প্রায় ১৬ বছর ধরেই ক্ষমতায় ছিলো আওয়ামী লীগ। আর এই ক্ষমতায় থাকা অবস্থায় সারাদেশের মতো নারায়ণগঞ্জেও জামায়াত ইসলামী নেতাকর্মীরা বিভিন্নিভাবে অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারতেন না।

এরই মধ্যে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নিরবে কাজ করে যেতে থাকেন বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। বিভিন্ন সামাজিক কাজকর্ম নিয়ে তারা জনসাধারণের মাঝে উপস্থিত হচ্ছেন। তাদের মাঝে নেই কোনো দখলদারিত্ব নেই কোনো পদ-পদবীর লড়াই।

জামায়াতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে যাচ্ছেন। প্রায় প্রতিদিনই নতুন নতুন সেবা নিয়ে জনগণের সামনে উপস্থিত হচ্ছেন। একই সাথে সাংগঠনিক সভা সমাবেশও করে যাচ্ছেন। সাংগঠনিক সভাগুলোতেও নেই কোনো বিশৃঙ্খলা নেই কোনো নিজেদের জাহির করার লড়াই। জনসম্পৃক্ততামূলক কাজে নিজেদেরকে অন্যদের চেয়ে এগিয়ে রাখছেন। সবশেষ এবারের রমজান মাসকে তারা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের নিহত ও আহতদের বাসায় বাসায় গিয়ে হাজির হতে থাকেন নারায়গঞ্জ জামায়াত ইসলামের নেতাকর্মীরা। বিভিন্ন বাসায় বাসায় গিয়ে তারা নিরবেই আর্থিক সহযোগিতা প্রদান করেন। কারও কারও বেলায় সকল দায়িত্ব নেন জামায়াত ইসলাম। বিভিন্ন মেডিকেল সেবা নিয়েও তারা জনগণের দৌড়গোড়ায় যাচ্ছেন।

একই সাথে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ইসলাম সাংগঠনিকভাবেও বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছেন। সেই সাথে তাদের সভা সমাবেশগুলোতে কোনো বিশৃঙ্খলা কিংবা ফটোসেশনের প্রতিযোগিতাও দেখা যায়নি। নিজেদের মধ্যে নেতৃত্বেরও কোনো প্রতিযোগিতা দেখা যায়নি। পাশাপাশি এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কল কারখানার ঝুট নামানো কিংবা কোনো চাঁদাদাবীর খবর পাওয়া যায়নি।

বিগত দিনে অনেক নির্যাতন নিপীড়নের শিকার হলেও তাদেরকে এখন পর্যন্ত প্রতিশোধ পরায়ন হতে দেখা যায়নি। বরং তারা সকল ক্ষেত্রে সহনশীলতার পরিচয় দিয়ে নিরবে থেকেই তাদের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দিন যাওয়ার সাথে সাথে তারা জনসাধারণের মন আকৃষ্ট করতে সক্ষম হচ্ছেন।

এরই মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও ৫ টি আসনে প্রার্থী ঘোষণা করছে। যদিও জামায়াত বলছে, এটাই তাদের চূড়ান্ত নয়। আপাতত প্রার্থীদের নাম ঘোষণা করে তাদেরকে কাজ করার জন্য বলা হয়েছে। যদি নতুন কোনো সমীকরণ না হয়ে থাকে তারাই চূড়ান্ত হবেন। সেই সাথে তারাই জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্ব›দ্বীতা করবেন।

নারায়ণগঞ্জের ৫ টি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচন করবেন বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে নির্বাচন করবেন অধ্যাপক ইলিয়াস মোল্লা। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় শুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। নারায়ণগঞ্জ -৪ (ফতুল্লা-সিদ্দিরগঞ্জ) আসন থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার। সেই সাথে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ।

এ বিষয়ে মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বারের বক্তব্য হচ্ছে- সারাদেশের মতোই নারায়ণগঞ্জের ৫ টি আসনে প্রাথমিকভাবে জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা করেছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা কাজ করবেন। তারা যদি ময়দানে ভালো কাজ করতে পারে জনগণের প্রত্যাশা পূরণের মতো তাদের অবস্থান তৈরি করতে পারে তারা আগামী নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করবেন।

এদিকে গত ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জামায়াত ব্যতিক্রমভাবে নিজেদের জানান দিয়েছেন। দিনব্যাপী জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় একের পর এক আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করেছেন। 

Islam's Group