News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

অয়ন ওসমান ফেসবুকে আজমেরি রাজপথে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ১০:৪১ পিএম অয়ন ওসমান ফেসবুকে আজমেরি রাজপথে

রাতে আধারে পোস্টার সাটানোর দুই মাস পর রাজপথে আজমেরি ওসমানের সমর্থকদের মিছিল দেখা মিলেছে। এবার মাস্ক পরিহিত সমর্থকরা রাতে আধারে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘শেখ হাসিনা দরকার’ স্লোগানে মিছিল বের করেছে। এই নিয়ে ইতোমধ্যে জেলা ও শহর জুড়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে ভারতে একটি স্থানে মদপান আড্ডায় আজমেরি ওসমানের উপস্থিতি একটি ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে নারায়ণগঞ্জে যখন আজমেরি ওসমানের আলোচনা সমালোচনা শুরু হয়েছে তখনই তার সমর্থকদের একটি মহড়া দেখা গেলো।

এদিকে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ আত্মগোপনে ও জামিনে থাকা নেতাকর্মীদের সাহস যুগিয়ে রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরেছেন শামীম পুত্র অয়ন ওসমান। নিজের নামে ফেসবুক ফ্রেন্ডস আইডি দিয়ে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন। এরই মধ্যে ঈদ উল ফিতর উপলক্ষে পলাতক নেতা-কর্মীদের বাড়িতে ঈদ সামগ্রী দেয়া হচ্ছে। এর পাশাপাশি জামিনে থাকা নেতাকর্মীদের সক্রিয় থাকার নিদের্শনা দিচ্ছেন তিনি।

গত ২৩ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন দেয়ালে সাঁটানো হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টার। রাতের আঁধারে এসব পোস্টার লাগানো হয়। দ্রুত সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব পোস্টারের ছবি ভাইরাল হলে সকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ গেট, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক এবং চাষাঢ়ার বিভিন্ন দেয়ালে সাঁটানো হয় এসব পোস্টার। হঠাৎ নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে অপরাপর ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। ছবিতে দেখা যায়, পোস্টারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর ছেলে অয়ন ওসমানের ছবি রয়েছে। এতে লেখা আছে শেখ হাসিনাতেই আস্থা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ। 

এসব ছবি ফেসবুকে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে, জেলা ছাত্রলীগের নেতা সোহানুর রহমান শুভ্রকে। তিনি এসব ছবি প্রকাশ করে লিখেন, ‘শেখ হাসিনাতেই আস্থা, নারায়ণগঞ্জ, এ শহর দেশরত্ন শেখ হাসিনার শহর। এ শহর জননেতা শামীম ওসমান, জনাব অয়ন ওসমানের শহর। জয় বাংলা।’

এর কয়েকদিন পর ২৭ জানুয়ারি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের সামনে সাঁটানো হলো আজমেরী ওসমানের পোস্টার। এক ভিডিওতে দেখা যায়, একটি সিএনজি চেপে তিনজন তরুণ বয়সী ছেলে সরকারি তোলারাম কলেজের মূল গেটে পোস্টার সাঁটিয়ে তার ছবি তোলেন এবং পরে সিএনজিতে চড়েই স্থান ত্যাগ করেন। আজমেরী ওসমান আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার অন্যতম আসামি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজমেরী ওসমান ও তার অনুসারীদের প্রকাশ্যে গুলি চালাতেও দেখা গেছে।

ওসমান পরিবারের দুই যুবরাজে এখন পর্যন্ত পুলিশ বা প্রশাসন পোস্টারিং করা ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারেনি। তবে, জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, পোস্টারিং করা ব্যক্তিদের কয়েকজনকে তারা চিহ্নিত করেছেন। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

জুলাই-আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জে নারী ও শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৯ জুলাই ডিআইটি এলাকায় নিজ বাসার ছাদে খেলার সময় ৬ বছর বয়সী রিয়া গোপও গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওইদিন শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে শহরের বঙ্গবন্ধু সড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আন্দোলনকারীদের দমাতে নির্বিচারে গুলি চালায়। ৫ আগস্ট সরকার পতনের দিন সকাল থেকে দুপুর পর্যন্তও ছিল শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীর সশস্ত্র মহড়া। আন্দোলনে নির্বিচারে গুলি চালানো ব্যক্তিদের ছবি সম্বলিত ছাত্রলীগের পোস্টারিং নিয়ে ক্ষুব্দ সাধারণ শিক্ষার্থী ও নারায়ণগঞ্জের লোকজন।

Islam's Group