News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সমাবেশ করবে ফতুল্লা বিএনপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৭:০৯ পিএম সমাবেশ করবে ফতুল্লা বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১২ এপ্রিল ফতুল্লা ডিআইটি মাঠে থানা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশ সফল করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) বিকাল ৪টায় ফতুল্লা পারিবারিক মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম টিটু। সভা পরিচালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

সভায় নেতৃবৃন্দ জনসমাবেশকে সফল করতে সার্বিক প্রস্তুতি কৌশল নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের ঘোষিত ৩১ দফা জনগণের অধিকার আদায়ের রূপরেখা, আর তা বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনসমাবেশে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে প্রচারণা ও সংযোগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো. শহীদুল্লাহ্, ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান শাহীন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রধান, ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মুসলিম আহমেদ, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী ও ফতুল্লা থানা তাতীদলের সভাপতি মো. ইউনুস মাষ্টার সহ থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Islam's Group